
বর্তমান ও অতীতের সরকারের রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের সমালোচনা করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স বলেছেন, লিজ বা ব্যক্তিমালিকানার নামে জাতীয় সম্পদ লুটপাট নয়, আধুনিকায়ন করে বন্ধ সব রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে হবে।
রোববার (৩ জুলাই) পল্টন মোড়ে ‘রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের কালো দিবসে’ সিপিবির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে তিনি এ কথা বলেন।
রুহিন হোসেন প্রিন্স বলেন, পাটকলে উৎপাদন না থাকলেও কর্মকর্তাদের প্রতি মাসে কয়েক কোটি টাকা বেতন দিতে হচ্ছে। অথচ বদলি শ্রমিকসহ অন্যান্য শ্রমিকদের পাওনা এখনো পরিশোধ করা হয়নি।
বিশ্বে পরিবেশবান্ধব পাটের চাহিদা বাড়ছে উল্লেখ করে এই বামপন্থি নেতা বলেন, অথচ দেশে এই শিল্পকে ক্ষতিগ্রস্ত করে প্লাস্টিকসহ পরিবেশ ধ্বংসকারী শিল্পকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এসব হচ্ছে সরকারের দেশবিরোধী, বিশ্বব্যাংক-আইএমএফ ও লুটেরা ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার জন্য।
তিনি বলেন, সরকারি কর্মচারীদের বেতন বাড়িয়ে ৪ হাজার কোটি টাকা খরচ করা হয়। অথচ গরিব-মধ্যবিত্তের জন্য রেশন ব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান চালু করা হলো না। ঋণ খেলাপিদের আবার ঋণ পাওয়ার সুযোগ করে দেওয়া হলো।
এসময় আরও বক্তব্য রাখেন সিপিবি ঢাকা দক্ষিণের নেতা সাইফুল ইসলাম সমীর ও পাটকল শ্রমিক নেতা মো. গোফরান। এছাড়া উপস্থিত ছিলেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন রেজা, আসলাম খান ও ডা. সাজেদুল হক রুবেলসহ আরও অনেকে।