শিঙাড়া খেতে কার না পছন্দ! সকালে কিংবা সন্ধ্যার নাশতায় গরম গরম শিঙাড়ার জুড়ি মেলা ভার। এক বসায় চার-পাঁচটি শিঙাড়া খাওয়া অনেকের কাছে কোনো ব্যাপারই না। কেউ কেউ হয়তো ১০-১২টিও খেতে পারেন। কিন্তু আধা ঘণ্টার মধ্যে ১২ কেজি ওজনের বিশাল একটি শিঙাড়া খাওয়ার চ্যালেঞ্জ নিতে পারবেন কয়জনে?
চ্যালেঞ্জে জিততে পারলে দৈত্যাকার সেই শিঙাড়ার কোনো দাম দিতে হবে না। উপরন্তু, পুরস্কার হিসেবে মিলবে প্রায় এক লাখ টাকা।
সম্প্রতি এই চ্যালেঞ্জ দিয়েছেন ভারতের এক মিষ্টির দোকানের মালিক। নাম শুভম কৌশল। উত্তর প্রদেশের মিরাটে তিন পুরুষের মিষ্টির ব্যবসা তাদের। দোকানের নাম কৌশল সুইটস।
ব্যবসার প্রসারে কয়েক মাস আগে নতুন এক আইডিয়া মাথায় আসে শুভমের। স্বাভাবিকের চেয়ে কয়েকগুণ বড় আকারের শিঙাড়া তৈরি করতে শুরু করেন লালকুর্তি এলাকার এ ব্যবসায়ী।
শুভম জানান, চারজন রাঁধুনী টানা ছয় ঘণ্টা ধরে প্রস্তুত করেন ১২ কেজি ওজনের শিঙাড়া। ভেতরে আলু, মটর, মশলা, পনিরের মতো সাধারণ উপকরণগুলোই দেওয়া হয় সাত কেজি। শিঙাড়াটি ভাজতে সময় লাগে প্রায় দেড় ঘণ্টা। খরচ হয় অন্তত দেড় হাজার রুপি।
দৈত্যাকার এই আইটেমের নাম দেওয়া হয়েছে ‘বাহুবলী’ শিঙাড়া। কেউ এটি ৩০ মিনিটের মধ্যে পুরোটা সাবাড় করতে পারলে তাকে ৭১ হাজার রুপি (৯৩ হাজার টাকা প্রায়) পুরস্কার দেবেন বলে ঘোষণা দিয়েছেন শুভম কৌশল।
১২ কেজির পাশাপাশি আট কেজি ওজনের শিঙাড়ার জন্যেও রয়েছে পুরস্কার। সেটি আধা ঘণ্টায় খেতে পারলে দেওয়া হবে ৫১ হাজার রুপি।
কৌশল সুইটসের পক্ষ থেকে এমন ঘোষণা দেওয়ার পর থেকেই হইচই পড়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। তবে এখন পর্যন্ত কেউই ১২ কেজির শিঙাড়া একা খেতে পারেননি। জানা গেছে, পুরস্কারের সবচেয়ে কাছাকাছি যিনি গিয়েছিলেন, তিনি ২৫ মিনিটে নয় কেজি শিঙাড়া খেতে পেরেছিলেন।
শুভম জানান, তাদের পরিবার ৬০ বছর ধরে মিষ্টির ব্যবসা করে আসছে। তার মাথায় বিশালাকার শিঙাড়া তৈরির আইডিয়া আসে গত বছরের জুলাইয়ে। তবে সেই সময় চার কেজি ওজনের শিঙাড়া বানিয়েছিলেন তারা
৩০ বছর বয়সী এ ব্যবসায়ী বলেন, ক্রেতাদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়ে আমরা আট ও ১২ কেজির শিঙাড়াও তৈরি করতে শুরু করি। ১২ কেজির একেকটি শিঙাড়া তৈরিতে খরচ হয় দেড় হাজার রুপি।
আজকাল অনেকে জন্মদিনে কেকের বদলে ‘বাহুবলী সিঙ্গাড়া’ কাটছেন বলে জানান শুভম। এ জন্য ভিনরাজ্য থেকেও অর্ডার পাচ্ছেন। তবে তারা কেবল অ্যাডভান্স পেমেন্টেই অর্ডার গ্রহণ করেন বলে জানিয়েছেন তিনি।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.