আদানির পাওনা পরিশোধ করছে বাংলাদেশ: বিবিসির প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বাবদ আদানি গ্রুপের দাবি করা ৮০ কোটি ডলার পরিশোধে পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ সরকার। বাংলাদেশের বিদ্যুৎ বিভাগের সূত্রে এই খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বিবিসি জানায়, সরকারের দুজন উচ্চপদস্থ কর্মকর্তা তাদের জানিয়েছেন, আদানির বকেয়া আংশিক পরিশোধের ব্যাপারে তারা ইতোমধ্যেই প্রক্রিয়া শুরু করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি)। এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‌‘আমার ইতোমধ্যে আদানি গ্রুপকে ১৭ কোটি ডলারের ক্রেডিক চেক ইস্যু করেছি।’

আদানি পূর্ব ভারতে অবস্থিত কয়লাচালিত প্ল্যান্ট থেকে বাংলাদেশে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে; যা বাংলাদেশে ব্যবহৃত বিদ্যুতের ১০ শতাংশ।

তবে বকেয়া ৮০ কোটি ডলার পরিশোধ না করা হলে আগামী ৭ নভেম্বর থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হবে বলে হুমকি দিয়েছে আদানি গ্রুপ।

প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ার আলটিমেটাম প্রসঙ্গে বিবিসির পক্ষ থেকে আদানি গ্রুপের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো জবাব দেয়নি।

ওই কর্মকর্তা আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি না যে এটি এমন পর্যায়ে যাবে, যেখানে আদানি সম্পূর্ণ সরবরাহ বন্ধ করে দেবে। বাংলাদেশ পর্যায়ক্রমে এই পাওনা নিয়মিতভাবে পরিশোধ করবে।’ পাশাপাশি এই সংকট খুব দ্রুত সমাধান হওয়ারও প্রত্যাশা করেন তারা।

এক প্রতিক্রিয়ায় অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাজুল কবির খান বলেছেন, ‘আমরা হতবাক ও বিস্মিত যে আমাদের অর্থপ্রদান বাড়ানো সত্ত্বেও সরবরাহ বন্ধ করা হয়েছে। আমরা পাওনা পরিশোধ করতে প্রস্তুত এবং বিকল্প ব্যবস্থা করব, কিন্তু কোনো বিদ্যুৎ উৎপাদনকারীকে আমাদের জিম্মি বা ব্ল্যাকমেইল করতে দেব না।’

এর আগে বিদ্যুৎ বাবদ পাওনা পরিশোধের জন্য বাংলাদেশকে ৭ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে আদানি গ্রুপ, এমন সংবাদ প্রকাশিত হয়েছে ভারতীয় সংবাদমাধ্যমে।’

গত রোববার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, ‘৭ নভেম্বরের মধ্যে ৮৫০ মিলিয়ন ডলার বকেয়া পরিশোধ না করা হলে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করবে আদানি পাওয়ার।’

তবে এ ব্যাপারে বাংলাদেশের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হলে সুর নরম করে আদানি গ্রুপ। পাশাপাশি বিদ্যুৎ বাবদ পাওনা পরিশোধের জন্য সময় বেঁধে দেওয়ার আলটিমেটামের বিষয়টিও অস্বীকার করে তারা। আদানি বলেছে যে ৮৫ কোটি ডলার বকেয়ার পুরোটা তারা ৭ নভেম্বরের মধ্যে চায়নি।

রোববার এক বিবৃতিতে আদানি গ্রুপ জানায়, ‘আদানি সাত দিনের মধ্যে ৮৫০ মিলিয়ন ডলারের পূর্ণ পেমেন্ট দাবি করেনি। বিষয়টি সমাধানে আদানি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে সহযোগিতা করছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মোহাম্মদপুরে যৌথবাহিনী-সন্ত্রাসীদের গোলাগুলি, নিহত ২

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলিতে দুজন নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। মোহাম্মদপুর–বসিলা সড়কের চাঁদ উদ্যানে গোলাগুলির ঘটনায়

শকুনের দোয়ায় গরু মরে না: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম, ১৬ জানুয়ারি ২০২৪: পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি-জামাত দেশকে বিপদে ফেলার জন্য সব সময়

‘আবার বিএনপিতে শাস্তির মুখে পড়তে যাচ্ছেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ’

নিজস্ব প্রতিবেদক: মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন কদিন আগে কারাগার থেকে বেরিয়ে এসেছেন। বেরিয়ে এসেই কট্টর বিএনপি সাজার অভিনয় করেছিলেন। কিন্তু কট্টর বিএনপি সাজতে গিয়ে নিজেই

রাজশাহী কলেজ বিজনেস ক্লাবের সভাপতি নাজমুল, সম্পাদক নাহিদুজ্জামান

তানজিলা আক্তার রাজশাহী প্রতিনিধি: রাজশাহী কলেজ বিজনেস ক্লাবের ২০২৪-২৫ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কলেজের ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো: নাজমুল হক সভাপতি

ঘূর্ণিঝড় রেমাল: পটুয়াখালীতে ক্ষয়-ক্ষতি ২৮ কোটি টাকার বেশি

নিজস্ব প্রতিবেদক: ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পটুয়াখালী জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। টাকার হিসেবে এই ক্ষতির পরিমাণ ২৮ কোটি টাকারও বেশি । পানিবন্দি অবস্থায় এখনো রয়েছে অনেক

পাবনার সাঁথিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ৭ জন আহত 

নিজস্ব প্রতিবেদক: মঙ্গলবার (১১ জুন) রাত ৮ টার দিকে পাবনা-সাঁথিয়া স্থানীয় মহাসড়কের ছোন্দহ রাঙামাটি নামক স্থানে ডা. মাহফুজের বাড়ির সামনে নসিমন উল্টে রইজ (৪০) নামে