নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ফল আজ রাতের মধ্যেই ঘোষণা করা হবে। ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা চলছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
শুক্রবার বিকেলে নির্বাচন কমিশনার ও উপাচার্যের সঙ্গে বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
উপাচার্য ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, ৩৩ বছর পর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় এটি ইতিহাসের অংশ হয়ে থাকবে। তবে যারা নির্বাচনে অংশ নেননি বা সরে দাঁড়িয়েছেন তাদের প্রতি দুঃখ প্রকাশ করেন তিনি।
শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ১৮ ঘণ্টার মধ্যে হল সংসদের ১৮টি হলের ফলাফল প্রকাশ করতে পেরেছে প্রশাসন। এখন কেন্দ্রীয় সংসদের ভোট গণনা চলছে।
এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। শুরুতে ওএমআর পদ্ধতিতে গণনার সিদ্ধান্ত থাকলেও কয়েকটি প্যানেলের আপত্তিতে ম্যানুয়াল গণনা করা হচ্ছে। ফলে প্রায় ২৪ ঘণ্টা পরও চূড়ান্ত ফলাফল ঘোষণা করা সম্ভব হয়নি।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.