আজকে ঢাকায় ঢুকছে ২ হাজার গাড়ির বহর

নিজস্ব প্রতিবেদক: ফ্যাসিবাদী সরকারের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার শিকার হয়ে দেশের বাইরে থাকা বিএনপির ভাইস চেয়ারম্যান এবং কুমিল্লা-৩ আসনের পাঁচবারের সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ দীর্ঘ তের বছর পর দেশে আসছেন। তার আগমন উপলক্ষে কুমিল্লার মুরাদনগর থেকে ২ হাজারের এক গাড়ির বহর ঢাকায় প্রবেশ করবে। শনিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় সৌদিআরব থেকে একটি ফ্লাইটে করে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে এই নেতার। বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন। কায়কোবাদের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে মুরাদনগরে বইছে উৎসবের আমেজ।

জননন্দিত এই নেতার বাংলাদেশে আগমন উপলক্ষে মাসজুড়ে মুরাদনগরে চলছে ব্যাপক আয়োজন। দল-মত র্নিবিশেষে বিমানবন্দরে কায়কোবাদকে স্বাগত জানাতে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা বিএনপি, বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র-জনতা, আলেম-ওলামা, মাওলানা, শিক্ষক, পেশাজীবী, সচেতন নাগরিকসহ সব ধর্ম, শ্রেণি-পেশার লক্ষাধিক মানুষ উপস্থিত হচ্ছেন। বিমানবন্দরে যাওয়ার প্রস্তুতি হিসেবে খাবারের আয়োজনে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও গ্রামে গ্রামে তৈরি করা হচ্ছে খাবার। করা হচ্ছে দোয়া ও মিলাদ মাহফিল। ব্যানার-ফেস্টুন নিয়ে বিভিন্ন অঙ্গ-সংগঠন ও বিভিন্ন শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা বিমানবন্দরে হাজির হবেন এবং ফুলের মালা দিয়ে বরণ করে নেবেন মুরাদনগরের মেহনতি মানুষের প্রিয় এই নেতাকে।

মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন জানান, কায়কোবাদকে স্বাগতম জানাতে মুরাদনগর উপজেলা থেকে ৪শ বাস ও দেড় সহস্রাধিক প্রাইভেট ও মাইক্রোবাসের মাধ্যমে লোকজন ঢাকায় যাবেন। তের বছর ধরে দেশের বাইরে থাকা মুরাদনগরের এই জননন্দিত নেতা তার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ফিরছেন। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে মুরাদনগরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবের আমেজ বইছে। দল-মত র্নিবিশেষে সব শ্রেণি-পেশার মানুষ এই নেতাকে বিমানবন্দরে স্বাগত জানাতে সব প্রস্তুতি এরই মধ্যে শেষ করেছে। তিনি বলেন, কায়কোবাদ দাদার এ আগমন এবং সব ষড়যন্ত্রের পরও আকাশচুম্বী জনপ্রিয়তা দেখে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসররা ইতোমধ্যে নানা ষড়যন্ত্রে মেতে উঠেছে। লাখ লাখ মানুষ ঢাকা যাবে প্রিয় নেতাকে বিমানবন্দরে বরণ করতে।

সে সুবাদে যেন কোনো দুষ্কৃতকারী অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সে বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। একই সময়ে এতগুলো যানবাহন বিমানবন্দরে যাওয়ার কারণে সড়কে যানজটের সৃষ্টি হতে পারে। সে জন্য আমরা মুরাদনগর উপজেলা বিএনপির পক্ষ থেকে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি। এ ছাড়াও যানজট নিয়ন্ত্রণে পুলিশ ও ট্রাফিক পুলিশের সহযোগিতার জন্য আমাদের স্বেচ্ছাসেবীরা কাজ করবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চৌহালীতে নি:সন্তান বৃদ্ধদের ঘর ছাড়া করলেন সুদখোর শিক্ষক মতিন, পলিথিন টাঙ্গিয়ে দিনযাপন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনার দুর্গম চরের সুফিয়া খাতুন (৫৯) ও দিনমুজুর জয়নাল আবেদিন মোল্লা (৭১)। এই বয়োবৃদ্ধ নি:সন্তান দম্পত্তি সুদি টাকা পরিশোধ

সিরাজগঞ্জ যুবদল নেতার বিরুদ্ধে লুটের অভিযোগ 

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মান্না সিকদারের বিরুদ্ধে যমুনা নদীর বাল্কহেডে হামলা চালিয়ে ভাঙচুর ও দুই লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ

বাজার ইজারা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাটে হাটবাজার ইজারার দরপত্র মূল্যায়ন শেষে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন বলে

দুই মেয়াদের বেশি এক ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবেন না: জামায়াত

ঠিকানা টিভি ডট প্রেস: একজন ব্যক্তি পরপর দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে না পারবেন না বলে প্রস্তাব করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ

এবার গুঁড়িয়ে দেয়া হলো আওয়ামী লীগের কার্যালয়

নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধা জেলা আওয়ামী লীগের কার্যালয় গুড়িয়ে দিয়ে পরে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব রাজিবের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে বৈষম্যবিরোধী ছাত্র জনতা।

৮ সেনা ও পুলিশ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে তোলা হবে আজ

নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্টের গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক আইজিপিসহ ৮ সেনা ও পুলিশ কর্মকর্তাকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। তারা হলেন-সাবেক পুলিশ