নিজস্ব প্রতিনিধি: বরিশালের আগৈলঝাড়ায় ১০ জুয়ারিকে জুয়া খেলার সময় গোপন সংবাদের ভিত্তিতে আটক করে আগৈলঝাড়া থানা পুলিশ, পরে ভ্রাম্যমান আদালতে জুয়ারিদের জরিমানা করে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ফারিহা তানজিন । আটককৃতদের মধ্যে একাধিক ব্যক্তি জানান, মঙ্গলবার দিবা রাত ১০টা ৩০ মিনিটে উপজেলার বাকাল ইউনিয়নের বাকাল হাটের পশ্চিম পাশে জলিল ফকিরের ঘেড়ের পাড়ে জুয়া খেলা অবস্থায় আগৈলঝাড়া থানার এস আই সমীর রায়, এএসআই রিয়াজ ও এএসআই অনুপ কুমার বিশ্বাস নেতৃত্বে ৮ জন পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে জুয়ারী আমিনুল ফকির, শ্যামল দাস, শামীম ফকির, দুলাল দাস, মোস্তফা হোসেনসহ ১০ জনকে জুয়া খেলার সরঞ্জাম সহ আটক করেন। উপজেলা নিবার্হী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক ফারিহা তানজিনের আদালতে তাদের উপস্থিত করলে প্রত্যেককে ১ শত টাকা করে জরিমানা করা হয়। স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে তারা ওই ঘেড়ে বসে টাকার বিনিময়ে জুয়া খেলে । এ সময় আগৈলঝাড়া থানা পুলিশ ওই ঘেড়ে অভিযান চালিয়ে জুয়ার আসরে থাকা জুয়ারীদের আটক করে নিয়ে যায় । এ ব্যাপারে জানতে চাইলে পুলিশের এসআই সমীর রায় ও অনুপম কুমার বিশ্বাস বলেন,‘রাতে আমরা অভিযান চালিয়ে ১০ জন জুয়াড়িকে আটক করি। এসময় জুয়ারকোর্ট থেকে ৫ হাজার ২শ ৬০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ৫ হাজার ২শ ৬০ টাকাসহ তাদের ভ্রাম্যমান আদালতে উপস্থিত করা হলে প্রত্যেকে ১শত টাকা করে ১০ জনকে মোট ১ হাজার জরিমানা করা হয়েছে।