আগারগাঁওয়ে শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষে অর্ধশতাধিক দোকান ভাঙচুর, আহত ২

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আগারগাঁওয়ের বিএনপি বাজারে মাছ কেনা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষে দুজন আহত হয়েছেন। সংঘর্ষের সময় অন্তত অর্ধশতাধিক দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটে।

রবিবার (১৩ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পুলিশ ও স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে কৃষি বিশ্ববিদ্যালয়ের শাহাদাত হোসেন নামে এক ছাত্র বাজারে মাছ কিনতে আসেন। এসময় নয়ন নামে এক মাছ ব্যবসায়ীর সঙ্গে তার কথাকাটাকাটি হয়। অভিযোগ রয়েছে, দোকানদার শাহাদাতের সঙ্গে দুর্ব্যবহার করেন। প্রতিবাদ জানালে পাশের আরেক ব্যবসায়ী বাবুর সঙ্গে তর্ক-বিতর্ক শাহদাতের। পরে রাত ১০টার দিকে শাহাদাত ক্যাম্পাসে থেকে ৩০–৪০ জন সহপাঠী নিয়ে বাজারে ফিরে আসেন।

এসময় শিক্ষার্থীরা মাছ দোকানী বাবুকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে অন্যান্য ব্যবসায়ীরা বাধা দেন। এসময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। তখন ব্যবসায়ীদের হামলায় শাহাদাত ও আতিক নামে দুই শিক্ষার্থী আহত হন।

সংঘর্ষের সময় মাহমুদুল নামে এক শিক্ষার্থীকে বাজার সমিতির অফিস কক্ষে আটকে রাখে ব্যবসায়ীরা। অন্যদিকে, মারধরের শিকার হয়ে গুরুতর আহত শাহাদাতকে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আর আতিক নামে আহত আরেক শিক্ষার্থীকে পঙ্গু হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এসব তথ্য জানিয়েছেন কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ ও বাজারের মাছ ব্যবসায়ী রিফাত।

পুলিশ জানায়, মাহমুদুল নামে এক শিক্ষার্থীকে আটকে রাখার সংবাদে শেরে বাংলা নগর থানা পুলিশ ওই শিক্ষার্থীকে বাজারের ভেতর বের করে নিয়ে আসে। পরে এমন সংবাদ ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে রাত সাড়ে ১০টার দিকে কয়েকশো শিক্ষার্থী লাঠিসোটা নিয়ে বাজারে মাছ বাজারসহ আশপাশের মুদি দোকান ও বাজার কমিটির অফিস কক্ষে ব্যাপক ভাঙচুর চালায়। বাজারের ব্যবসায়ীদের একাংশ অভিযোগ, শিক্ষার্থীরা গণহারে দোকানপাটে ভাঙচুর করেছে।

পুলিশ বলছে, বাজারে মাছ ব্যবসায়ীদের হামলায় দুই শিক্ষার্থী আহতের ঘটনার কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রোক্টরিয়াল রাত দেড়টার দিকে একটি মামলা দায়ের করেছেন।

শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক বলেন, কৃষি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। পরিস্থিতি শান্ত রয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কক্সবাজারে সাগরে গোসলে নেমে বাবা-ছেলের মৃত্যু দুই দিনে চার প্রাণহানি, বাড়ছে উদ্বেগ

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার (৯ জুন) দুপুর দেড়টার দিকে

বাংলাদেশে পুরোদমে বিদ্যুৎ সরবরাহ শুরু করল আদানি

ডেস্ক রিপোর্ট: কারিগরি ত্রুটির কারণে বন্ধ থাকা ভারতের আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটও চালু হয়েছে। ফলে এখন দুই ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় বাংলাদেশে বিদ্যুৎ

রায়গঞ্জে ভি-ডব্লিউ-বি কর্মসূচির আওতায় সুফলভোগীদের হাতে পঁচা ও নিম্নমানের চাল

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নে ভি-ডব্লিউ-বি (ভালনারেবল উইমেন বেনিফিসিয়ারি) কর্মসূচির আওতায় সুফলভোগীদের মেয়াদ উত্তীর্ণ, নিম্নমানের ও সম্পূর্ণ খাওয়ার অযোগ্য চাল বিতরণের অভিযোগ

বাতিল হচ্ছে ফ্যাসিস্ট সরকারের ৯০ শতাংশ মামলা

নিজস্ব প্রতিবেদক: উপদেষ্টা পরিষদের বৈঠকে সাইবার সুরক্ষা আইনের অনুমোদন দেয়া হয়েছে। আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে এ সপ্তাহে আইনটি চূড়ান্ত হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ

জাতীয় স্মৃতিসৌধে বামের ব্যানারে আওয়ামী লীগের মিছিল

ডেস্ক রিপোর্ট: জাতীয় স্মৃতিসৌধে বামের ব্যানারে আওয়ামী লীগের ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) স্মৃতিসৌধে তাদের বিভিন্ন স্লোগান দেওয়ার একটি ভিডিও ভাইরাল হয় সেখানে

ভারতকে পাকিস্তানের সেনাপ্রধানের হুমকি

অনলাইন ডেস্ক: পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির বলেছেন, ভারতের সামরিক শক্তি বা আধুনিক প্রযুক্তি দিয়ে পাকিস্তানকে ভয় দেখানো যাবে না। তিনি ঘোষণা করেন,