ঠিকানা টিভি ডট প্রেস: ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম জানিয়েছেন, আগামী সপ্তাহে গণমাধ্যম সংস্কার কমিশন ঘোষণা করা হবে। সোমবার (২৩ সেপ্টেম্বর) ডিএফপি অডিটোরিয়ামে সংবাদ প্রকাশক, সম্পাদক ও অংশীজনদের সঙ্গে বৈঠকে এই ঘোষণা দেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ‘আশা করি, আগামী সপ্তাহেই হয়তো গণমাধ্যম সংস্কার কমিশনের ঘোষণাটি দিতে পারব। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের অধিবেশন যোগদান শেষে দেশে ফিরলেই হয়তো এ ঘোষণাটি আসবে।’
তথ্য উপদেষ্টা বলেন, ‘আমরা গণমাধ্যমের স্বাধীনতা চাই অবশ্যই। কিন্তু আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে যেতে চাই, গণমাধ্যমের স্বাধীনতার সীমা কতটুকু? আমরা জানি, স্বাধীনতা মানে স্বাধীনতাই, এখানে কোনো নিয়ন্ত্রণ চলে না। কিন্তু গণমাধ্যমের স্বাধীনতার কথা বলে বা স্বাধীনতার মাধ্যমে ফ্যাসিস্টদের প্রচারণা করা যাবে কি না। স্বাধীনতার কথা বলে ফ্যাসিস্টদের পারপাস সার্ভ (উদ্দেশ্য সাধন) করা যাবে কি না। সে বিষয়টি আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে বিভিন্ন গণমাধ্যমের কার্যক্রম নিয়ে বিতর্ক রয়েছে। এ অবস্থায় ফ্যাসিবাদের দোসর গণমাধ্যমকর্মীদের ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ার করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।
তিনি বলেন, অনেক সংবাদকর্মী ফ্যাসিবাদের দোসর ছিলেন। তাদের বিচার করা হবে। কে সাংবাদিক, কে কবি তা দেখা হবে না।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.