আগামী জাতীয় নির্বাচনে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি-মির্জা মোস্তফা জামান

সিরাজগঞ্জ প্রতিনিধি: আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করেছেন সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে আমি ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। এই সরকারের ওপর বিএনপির যে আস্থা ছিল, তা দিন দিন হারিয়ে যাচ্ছে।

শনিবার, ১১ অক্টোবর বিকেলে সিরাজগঞ্জ শহরের কেন্দ্রীয় পৌর বাস টার্মিনাল, নিউমার্কেট ও স্টেশন এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে গণসংযোগকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

মির্জা মোস্তফা জামান বর্তমান সরকারের সংস্কার কার্যক্রমের ধীরগতি নিয়ে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর ড. ইউনূসের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছিল, তারা সংস্কারের কথা বলে নির্বাচন পিছিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, যে সংস্কারের কথা বলা হয়েছিল, তা এখনো বাস্তবায়ন করতে পারেনি। এর মধ্যে আগামী নির্বাচনে আমরা বিদেশিদের হস্তক্ষেপের গন্ধ পাচ্ছি।

প্রশাসনের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করে এই বিএনপি নেতা বলেন, সিরাজগঞ্জে একাধিক মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আমরা বারবার পুলিশ প্রশাসনকে অবহিত করার পরও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তাদের গ্রেফতার করা হচ্ছে না। এটি প্রমাণ করে যে মাঠ পর্যায়ে আইন প্রয়োগে পক্ষপাতিত্ব করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, এ ধরনের পরিস্থিতি নির্বাচনের জন্য একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ তৈরির পথে বড় বাধা।

নির্বাচনকে সামনে রেখে বিএনপির সাংগঠনিক প্রস্তুতি ও গণসংযোগের অংশ হিসেবে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় মির্জা মোস্তফা জামান সাধারণ মানুষের কাছে গিয়ে ধানের শীষে ভোট প্রার্থনা করেন এবং দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে লিফলেট বিতরণ করেন।

গণসংযোগকালে তার সাথে সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা ড্যাবের সভাপতি ডা. এম এ লতিফ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিলন ইসলাম খান, নির্বাহী সদস্য মোঃ আসলাম উদ্দিন, ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদার, সদর উপজেলা বিএনপি নেতা আবু কায়েস ভূইয়া কর্নেল, ফরহাদ হোসেন, পৌর বিএনপি নেতা জাকির হোসেন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান সুমন, জেলা ড্যাবের সদস্য ও সিরাজগঞ্জ কমিউনিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আব্দুল আজিজ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকাশ খন্দকার, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাইবুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহেল রানা হামিদ, জেলা মটর শ্রমিক দলের সভাপতি মোনায়েম হোসেন খান কাবুল, সহ-সভাপতি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক ফরহাদ শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন রেজা, শহর জাসাস এর সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক, শাওন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহাগ, শহর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম, জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক জাকারিয়া সরকার, মহিলা দল নেত্রী আইনুর নাহার কলি সহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কলকাতায় ঈদের নামাজের আগে স্বাধীন ফিলিস্তিনির দাবিতে মিছিল

আন্তর্জাতিক ডেস্ক: সারা ভারতসহ পশ্চিমবঙ্গে পালিত হচ্ছে ঈদুল ফিতর। এ উপলক্ষে বিভিন্ন মসজিদ ও ঈদগাহে ঈদের জামাতে সামিল হন ধর্মপ্রাণ মুসলিমরা। সকাল সাড়ে নয়টার দিকে

তাড়াশ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির লিঃ এর নিবাচনী বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

লুৎফর রহমান তাড়াশ; সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর নিবাচনী বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২ রা জুন সোমবার সকালে তাড়াশ উপজেলা

বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

অনলাইন ডেস্ক: বিশ্ববাজারে তেলের দাম আবার বেড়েছে। শীত বেড়ে যাওয়ায় জ্বালানির চাহিদা বাড়া এবং চীনের প্রণোদনা প্যাকেজের কারণে বিনিয়োগকারীদের মনে আস্থা ফিরেছে। দেশটির প্রবৃদ্ধির পালে

খাদ্যবান্ধব কর্মসূচির ১৫৫ বস্তা চাল লুটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

যশোর প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্র মানুষের জন্য বরাদ্দকৃত ১৫৫ বস্তা চাল লুটের অভিযোগ উঠেছে শার্শা উপজেলা বিএনপির সহসভাপতি ও কায়বা ইউনিয়ন

ভারত-পাকিস্তানসহ সাত যুদ্ধ থামিয়ে ৭টি নোবেল চান ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: আবারো নোবেল পুরষ্কারের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, চলতি বছরের শুরুতে ভারত-পাকিস্তানসহ ‘সাতটি যুদ্ধের অবসান’ ঘটানোর জন্য তার শান্তিতে নোবেল

চুয়াডাঙ্গায় বিএনপির ৪ শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বিএনপি ও সহযোগী সংগঠন থেকে চার শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। বুধবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার বেলগাছি মাধ্যমিক বিদ্যালয় মাঠে