ঠিকানা টিভি ডট প্রেস: দিনদুপুরে আকাশ ভেঙে নেমেছে বৃষ্টি। বইছে ঝড়ো বাতাস। ভারী বর্ষণের সঙ্গে টুপ টুপ করে পড়ছে মাছ। বাতাসের সঙ্গে উড়ে পড়ছে এগুলো। এর মধ্যে কিছু জীবিতও। হ্যাঁ! মাছবৃষ্টি। এ ঘটনার কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সোমবার (৭ই মে') অবাক করা এ ঘটনার সাক্ষী হয়েছেন ইরানের ইয়াসুজ অঞ্চলের বাসিন্দারা। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বৃষ্টির সঙ্গে রাস্তায় পড়া মাছগুলোর কিছু জীবিত। সেগুলো পানি পেতে লাফাচ্ছে। স্থানীয় পৌর প্লাজার কাছ থেকে এক ব্যক্তির করা ভিডিওতে দেখা যায়, রাস্তায় ছড়িয়ে রয়েছে মাছ। ক্যামেরাপারসন মাটি থেকে একটি মাছ তুলেছেন, সেটি নড়াচড়া করছে।
এ ঘটনায় অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, এটি ঘটে যখন একটি টর্নেডো সমুদ্রের পানির ওপর দিয়ে যায়। টর্নেডোর প্রচণ্ড শক্তি পানির সঙ্গে ব্যাঙ, কাঁকড়া বা মাছ তুলে অনেক উচ্চতায় নিয়ে যায়। এরপর সেগুলো কোনো জায়গায় বৃষ্টির সঙ্গে পড়ে। ইরানেও তাই হয়েছে।
মাছবৃষ্টির ঘটনা এই প্রথম নয়। এর আগে ২০২২ ও ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের টেক্সারকানা ও ক্যালিফোর্নিয়ার অরভিলেও মাছবৃষ্টি হয়েছে'।
সূত্র : ইন্ডিয়ানএক্সপ্রেস
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.