আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভেনিয়া ও আশপাশের এলাকায় টানা ভারী বর্ষণে সৃষ্টি হয়েছে আকস্মিক বন্যা। সোমবার (১৪ জুলাই) সকাল থেকে অব্যাহত বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত হলে জনজীবনে নেমে আসে চরম দুর্ভোগ।
নিউজার্সির গভর্নর ফিল মার্ফে রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। একই সঙ্গে তিনি বাসিন্দাদের প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানান।
বৃষ্টির কারণে নিউইয়র্ক ও নিউজার্সির বিভিন্ন সড়কে যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে। অনেক এলাকায় গাড়ি আটকে পড়েছে, সাবওয়ে লাইন বন্ধ হয়ে গেছে। কিছু লাইন সচল থাকলেও ট্রেন চলাচলে তীব্র বিলম্ব দেখা দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, ম্যানহাটনের একটি সাবওয়ে স্টেশনে পানি ঢুকে পড়েছে এবং তা ট্রেনের অভ্যন্তরেও প্রবেশ করেছে। যাত্রীরা আসনের ওপর দাঁড়িয়ে থাকেন যেন পানিতে না ভিজে যান।
নিউইয়র্কের ওয়েস্টচেস্টার কাউন্টিতেও একই চিত্র। সেখানেও বেশ কিছু যানবাহন পানিতে আটকা পড়ে। জরুরি সেবা সংস্থাগুলো উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে।
দক্ষিণ-পূর্ব পেনসিলভেনিয়ায় মাত্র পাঁচ ঘণ্টায় ৭ ইঞ্চির বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ জানিয়েছেন, তাদের বাসায় ৫ ফুটেরও বেশি পানি ঢুকে পড়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় সেখানে পৃথকভাবে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সন্ধ্যার পর বৃষ্টির তীব্রতা কিছুটা কমে এলে কিছু এলাকায় পানি নামতে শুরু করে। তবুও অনেক এলাকায় এখনো জলাবদ্ধতা বিরাজ করছে।
প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং নাগরিকদের নিরাপদে থাকার আহ্বান জানানো হয়েছে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.