নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুর সদর উপজেলার পালং ইউনিয়নে এক আওয়ামী লীগ নেতার বাড়িতে অভিযান চালিয়ে ১০০ পিস ফেনসিডিল উদ্ধার করেছে ডিবি পুলিশ।
শনিবার (২৪ মার্চ') বিকেল ৩টায় শরীয়তপুর ডিবি পুলিশের একটি দল পাংল ইউনিয়নের আটিপাড়া এলাকা হতে এসব ফেন্সিডিল উদ্ধার করে। আওয়ামী লীগ ওই নেতার নাম আবুল হোসেন দেওয়ান। তিনি পাংল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সভাপতি।'
এ সময় ফেনসিডিল ব্যবসায়ী আবুল হোসেন দেওয়ানের ভাগিনা নাজমুল দেওয়ান কৌশলে ওই বাড়ি থেকে পালিয়ে যায়। তবে ডিবি পুলিশ বাদি হয়ে মাদক আইনে নাজমুলের বিরুদ্ধে একটি মামলা করেছে।
ডিবি পুলিশের এসআই শরীফ মফিজুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আ.লীগ নেতা আবুল হোসেন দেওয়ানের বাড়িতে অভিযান চালাই। চেয়ারম্যানের পরিত্যক্ত ঘর থেকে তার ভাগিনা নাজমুলের রাখা ১০০ পিস ফেনসিডিল উদ্ধার করি। এ সময় নাজমুল পালিয়ে যায়। নাজমুলের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে’।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.