অনলাইন ডেস্ক: আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে সতর্ক করেছেন অর্থনীতিতে নোবেলজয়ী অমর্ত্য সেন। ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শান্তিনিকেতনের নিজ বাড়িতে বসে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে সতর্ক করে বলেন, এই ধরনের পদক্ষেপের ফলে অন্যান্য দলগুলো আওয়ামী সরকারকে যে ভুলের জন্য অভিযুক্ত করেছে, তার পুনরাবৃত্তি ঘটবে।'
অমর্ত্য সেন বলেন, আমি মনে করি কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে পাশ কাটানোর চেষ্টা করার পরিবর্তে বাংলাদেশের উচিত একসঙ্গে কাজ করার ঐতিহ্যের সর্বোত্তম ব্যবহার করা। একটি বৃহত্তর দৃষ্টিভঙ্গি প্রয়োজন। আমি আশা করি স্বাধীনতা এবং বহুত্ববাদের প্রতি বাঙালিদের অঙ্গীকার বজায় থাকবে। আশা করি ভবিষ্যতের নির্বাচনগুলো অনেকের দাবির চেয়ে দৃশ্যতই অবাধ হবে। পরিবর্তনের সুযোগ আছে। আমি বাংলাদেশ নিয়ে চিন্তিত, তবে আমি আশাহীন নই।
প্রধান উপদেষ্টা হিসেবে মুহাম্মদ ইউনূস সম্পর্কে তার মূল্যায়ন জানতে চাইলে অমর্ত্য সেন বলেন, ইউনূস আমার পুরোনো বন্ধু। আমি জানি তিনি খুবই সক্ষম এবং নানা দিক থেকে একজন অসাধারণ মানুষ। তিনি বাংলাদেশের ধর্মনিরপেক্ষতা এবং গণতান্ত্রিক অঙ্গীকার সম্পর্কে জোরালো বক্তব্য রেখেছেন।'