সম্প্রতি ইউটিউবার ঠিকানা টিভি ডট প্রেসের পরিচালক কবির বিন সামাদের ‘‘মাষ্টার মশায়ের ভো দৌড়’’ শিরোনামে কমেডি শর্টফিল্ম ক্রিয়েট করে।
যেখানে শব্দ চয়নে বেশ অসংগতি দেখা যায়। যা শিক্ষকসমাজসহ রুচিশীল মানুষেরা ভালো চোখে দেখেননি তার প্রেক্ষিতে তাকে আইনি নোটিশও প্রদান করা হয়েছে।
এ নিয়ে কবির বিন সামাদ ও তার ঠিকানা টিভি ডট প্রেসের বক্তব্য জানতে চাওয়া হলে তিনি যা জানিয়েছেন তা হুবহু পাঠকদের উদ্দেশ্যে তুলে ধরা হলো:
আমি একজন ইউটিউবার অন্য দশজনের মতোই একজন ইউটিউবার। বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার পাশাপাশি সমাজের অসংগতির বিষয়ে শর্টফিল্ম নির্মান করি। আমরা যখন কাজ করি তখন আমাদের ভুল বুঝতে পারা অনেক সময় কষ্টকরই হয়।
পরে দর্শকদের চাহিদা এবং তাদের মন্তব্য আমলে নিয়ে বরাবরই সংশোধনের পাশাপাশি নতুন আঙ্গিকে কাজ করা হয়। ‘মাষ্টার মশায়ের ভো দৌড়’’ শিরোনামের শর্টফিল্ম টি কাউকে ছোট করা, বিশেষ করে শিক্ষকদের অনুভূতিতে আঘাত দেওয়ার উদ্দেশ্যে করা হয়নি।
সাধারণ ও স্বাভাবিক কমেডি বিবেচনায় তা করা হয়েছে। কিন্তু শর্ট ফিল্মে ভাষাগত ত্রুটি পরিলক্ষিত হওয়ায় তা আমরা সরিয়ে নেওয়ার পাশাপাশি আগামী দিনগুলোতে অধিক সচেতন থাকার চেষ্টা অব্যাহত রাখবো।
যারা এই শর্টফিল্মের কারনে কষ্ট পেয়েছেন বা ব্যাথিত হয়েছেন আমরা তাদের কাছে দুঃখ প্রকাশ করছি সেই সাথে আমাদের অনিচ্ছাকৃত ত্রুটি সংশোধন করে দেওয়ায় কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
আশা করি আমার এবং ঠিকানা টিভি ডট প্রেসের পাশে থেকে ভালো কাজে অনুপ্রেরণা যোগাবেন।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.