আইনজীবী সাইফুল হত্যায় অংশ নেওয়া রিপন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে ইসকনের অনুসারীদের হামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহতের ঘটনায় রিপন দাস (২৭) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় আনোয়ারা উপজেলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, রিপন দাস নগরের কোতোয়ালি থানার পাথরঘাটা হরস চন্দ্র লেন সাধুর বাড়ির মৃদুল দাসের ছেলে। তিনি নগরের চকবাজার এলাকার একটি ফার্মেসিতে চাকরি করেন।’

পুলিশ জানিয়েছে, আইনজীবী সাইফুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন না রিপন। তবে হত্যাকাণ্ডের সময় ধারণ করা একটি ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তাকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার দিন তিনি নীল গেঞ্জি পরিহিত ছিলেন। ওই সময় তার হাতে ধারালো দা ছিল।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ জোনের উপ-কমিশনার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সাইফুল হত্যাকাণ্ডের তদন্তে নেমে আসামি রিপনকে শনাক্ত করা হয়েছে। পরে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে গত ৪ ডিসেম্বর দিবাগত রাতে কিশোরগঞ্জের ভৈরব এলাকা থেকে আইনজীবী সাইফুল হত্যা মামলার প্রধান আসামি হিসেবে চন্দন দাসকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার রাতে তাকে কোতোয়ালি থানায় আনা হয়েছে।

প্রসঙ্গত, সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গত ২৫ নভেম্বর রাতে ঢাকায় গ্রেপ্তার করা হয়। এর পরদিন ২৬ নভেম্বর তাকে কড়া নিরাপত্তায় চট্টগ্রাম আদালতে আনার পর থেকেই আদালত প্রাঙ্গণে সনাতনী সম্প্রদায়ের লোকজন জড়ো হতে থাকেন। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিলে বিক্ষুব্ধ হয়ে ওঠেন তারা। আদালত থেকে তাকে কারাগারে নেওয়ার সময় চট্টগ্রামে আদালত এলাকার অদূরে সংঘর্ষে ‘হামলার শিকার’ হয়ে নিহত হন সাইফুল ইসলাম আলিফ (৩৫)। নামের এক আইনজীবী।

এ ঘটনায় ভুক্তভোগী সাইফুলের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। একই দিনের ঘটনায় আরও পাঁচটি মামলা কোতোয়ালি থানায় দায়ের হয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা, বাঁশখালী পৌর ছাত্রদলের আনন্দ মিছিল

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: দীর্ঘদিন পরে গত রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ইদ্রিস মিয়াকে আহবায়ক ও

আজ থেকে শুরু হচ্ছে ডিসি সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: আজ থেকে শুরু হচ্ছে জেলা প্রশাসক, ডিসি সম্মেলন। তিন দিনব্যাপী এ সম্মেলন শেষ হবে ১৮ ফেব্রুয়ারি। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রোববার সকাল

জামায়াত-শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার আন্দোলন যখন তুঙ্গে,পতনের দ্বারপ্রান্তে যখন শেখ হাসিনার সরকার; ঠিক সেসময় ১ আগস্ট জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ সরকার।

সিরাজগঞ্জে জুয়ারু ভাইয়ের আঘাতে বোন হাসপাতালে

নজরুল ইসলাম সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের পৌর এলাকায় ভাইয়ের আঘাতে বোন আনোয়ারা খাতুন ওরফে শিল্পী (৩৮) আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বিষয়ে ভুক্তভোগীর মা হাজেরা বেগম

সংকট এলে আওয়ামী লীগের সুবিধাবাদী হাইব্রিডরা গা ঢাকা দেয় কেন?

নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কার আন্দোলন নিয়ে গতকাল মঙ্গলবার সারা দেশে রীতিমতো তাণ্ডব হয়েছে। এই তাণ্ডবে কোটা সংস্কার আন্দোলনের ব্যানারে ছাত্রদল এবং ছাত্রশিবির সারা দেশে রীতিমতো

যথাসময়েই হবে গুচ্ছের ভর্তি পরীক্ষা, গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ

ঠিকানা টিভি ডট প্রেস: গুচ্ছভুক্ত ২৪টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যথাসময়েই অনুষ্ঠিত হচ্ছে। সময়সূচি পরিবর্তনের গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছেন কর্তৃপক্ষ।