
নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জ এনায়েতপুর থানার মন্ডলপাড়া গ্রামে এক তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে চাঁদাবাজি মামলা দায়ের করায় এলাকার সাধারণ জনগণ এটাকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
মন্ডলপাড়া গ্রামের মোঃ আব্দুস সামাদের ছেলে মালায়েশিয়া প্রবাসী ইয়াকুব আলীর (৪৩) বিরুদ্ধে এই চাঁদাবাজি মামলা দায়ের করেছেন চাকুরিচ্যুত সাবেক সেনা সদস্য মোঃ শাহিন শেখ। মোঃ আব্দুল কাইয়ুম এর ছেলে মোঃ শাহীন শেখ বর্তমানে এম্বুলেন্স চালক। জানা যায় মোঃ শাহিন শেখ দ্বিতীয় বিবাহ করে এনায়েতপুর কেজির মোড় ভাড়াবাড়িতে অবস্থান করছে।
এলাকার স্থানীয় বাসিন্দা লিটন ও প্রত্যক্ষ সাক্ষী ইসমাইল জানান, চাঁদাবাজির বিষয়ে কোনো ঘটনাই ঘটেনি ইয়াকুব একজন ভদ্র ও ভালো লোক, সে দীর্ঘদিন যাবত মালয়েশিয়া প্রবাসী।