ঠিকানা টিভি ডট প্রেস: অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্য সুখবর। শিগগিরই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে কথা বলা অবস্থায় অডিও কলকে সরাসরি ভিডিও কলে রূপান্তর করা যাবে।
অডিও কলকে ভিডিও কলে রূপান্তরের সুবিধা চালুর জন্য কাজও শুরু করেছে গুগল। প্রাথমিকভাবে নির্দিষ্ট পিক্সেল ফোন ব্যবহারকারীরা এ সুবিধা পরখ করতে পারছেন। পরবর্তী সময়ে সব ব্যবহারকারীর জন্য এ সুবিধা উন্মুক্ত করা হবে।'
নতুন এ সুবিধা চালু হলে যেকোনো ফোনকলকে সহজেই ভিডিও কলে রূপান্তর করা যাবে। বর্তমানের মতো চালু থাকা অডিও কল বন্ধ করে ভিডিও কল করতে হবে না। এর ফলে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা প্রয়োজনের সময় দ্রুত ভিডিও কলে কথা বলতে পারবেন। তবে অ্যান্ড্রয়েড থেকে আইফোনে এ সুবিধা ব্যবহারের জন্য আইফোনে অবশ্যই গুগল মিটঅ্যাপ ব্যবহার করতে হবে। নতুন এ সুবিধা অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণে যুক্ত করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.