সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলে ঠিকাদারদের কাছ থেকে অস্ত্রের মুখে চাঁদা আদায়ের চেষ্টা চলাকালে কালা মানিক নামে এক চরমপন্থিকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার (২৮ জুলাই) বিকেলে সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়নের অর্থনৈতিক অঞ্চল এলাকায় এ ঘটনা ঘটে। আটক মানিক বেলকুচি উপজেলার চকবয়রা গ্রামের নুরুল ইসলামের ছেলে।
সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলের জেনারেল ম্যানেজার (জিএম) প্রকৌশলী কামাল হোসেন বলেন, “কালা মানিক ঠিকাদারদের ৫-৭টি ইট ও পাথরবোঝাই ট্রাক আটকে অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদা দাবি করছিলেন। পরে স্থানীয় জনতা তাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) নাজমুল হক রতন জানান, “স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে কালা মানিককে আটক করে সদর থানায় পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।”
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.