
নিজস্ব প্রতিবেদক: আজ ১৭ অগাস্ট রবিবার, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন বনি আমিন। তিনি লিখেছেন, তার নাতি আইজায়া আমিন অস্ট্রেলিয়ার সিডনিতে জন্মগ্রহণ করেছে। পোস্টে তিনি উল্লেখ করেন, যদি নাতির জন্ম বাংলাদেশে হতো, তাহলে লেখাপড়ার পাশাপাশি তাকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে যুক্ত হতে উৎসাহিত করতেন।,
বনি আমিন বলেন, “বাংলাদেশের একমাত্র লেখাপড়া জানা, আদর্শ ও চরিত্রবান ছাত্র সংগঠন হলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এই সংগঠনকে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য দপ্তর (DFAT) তাদের রাষ্ট্রীয় প্রতিবেদনে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে।”
পোস্টে তিনি আরও যোগ করেন, তার ছেলে এবং নাতিরা সবাই সিডনিতে জন্মগ্রহণ করলেও বাংলাদেশের শিক্ষাঙ্গনে ছাত্র শিবিরের ভূমিকাকে তিনি সর্বোচ্চ মর্যাদা দিয়ে দেখেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি ছড়িয়ে পড়লে অনেকেই নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন। কেউ কেউ বিষয়টিকে প্রবাস থেকে মাতৃভূমির ছাত্র আন্দোলনের প্রতি টান হিসেবে দেখছেন, আবার কেউ দেখছেন বাংলাদেশে আদর্শভিত্তিক ছাত্র রাজনীতির প্রতি আস্থার বহিঃপ্রকাশ হিসেবে।,