নিজস্ব প্রতিবেদক: 'আসুন মানবতার পাশে দাঁড়াই এবং একসাথে সহানুভূতির হাত বাড়াই' এই শ্লোগানে আহবান জানিয়ে রাজশাহীর শীতের তীব্রতায় বিধ্বস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের রোভার স্কাউট গ্রুপ।
সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে রাজশাহীর পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে শীতবস্ত্র বিতরণের আয়োজন করে। তারা এসময় ৩০ জন শীতার্ত মানুষকে প্রয়োজনীয় শীতবস্ত্র প্রদান করে।
বাংলাদেশের সকল এলাকায় রোভার স্কাউটরা সংকটময় সময়ে মানুষের পাশে থাকার সর্বোচ্চ প্রচেষ্টা করে থাকে। যার ধারা বজায় রেখে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ গরীব অসহায় মানুষের পাশে এসে দাড়িয়েছে। প্রতি শীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের রোভার স্কাউটস টিম মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে।
রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট এর রোভার সদস্যরা নিজেদের ক্যাম্পাস এলাকায় সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। শুধু এখানেই তাদের উদ্যোগ সীমাবদ্ধ ছিল না। শহরের বিভিন্ন প্রান্তে রাতে গিয়ে আরও অসহায় মানুষদের খুঁজে বের করে তাদের মধ্যেও শীতবস্ত্র বিতরণ করে এই প্রতিষ্ঠানের রোভাররা।
রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ আবু হানিফ সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এসময়ে আরো উপস্থিত ছিলেন রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক জনাব মোঃ আনোয়ারুজ্জামান, রোভার স্কাউট লিডার জনাব নাসরিন আখতার ও রোভার স্কাউট লিডার জনাব নীলিমা সুলতানা। কার্যক্রমটি সফলভাবে সমন্বয় করেন মোঃ আবু ফায়সাল , মোঃ মহতাছিম বিল্লাহ রবি, ইসমাইল মুনতাসিরসহ উক্ত রোভারের সদস্যবৃন্দ।
তাদের এই মানবিক উদ্যোগের লক্ষ্য সুবিধাবঞ্চিতদের মাঝে আশার আলোকবর্তিকা পৌঁছানো এবং ভালো কাজের জন্য সকলের মধ্যে একটি ইতিবাচক বার্তা প্রচার করা।