অর্থ পাচারের সঠিক পরিমাণ বলতে পারছে না কেন্দ্রীয় ব্যাংক

ডেস্ক রিপোর্ট: ঠিক কী পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে, তার সঠিক পরিমাণ জানা নেই বাংলাদেশ ব্যাংকের। বিষয়টি নিয়ে আর্থিক গোয়েন্দা ইউনিট কাজ করছে বলে জানিয়েছেন মুখপাত্র, নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা। পাচার হওয়া অর্থ ফেরাতে টাস্কফোর্সের কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান তিনি।

সোমবার (৬ নভেম্বর)। বিকেলে বাংলাদেশ ব্যাংকে সংবাদ সম্মেলনে মুখপাত্র বলেন, নীতি সুদহার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে, এটি আরও ৬ মাস অব্যাহত থাকবে এখন এ সিদ্ধান্ত পরিবর্তনের কথা ভাবছে না বাংলাদেশ ব্যাংক।

তিনি বলেন, বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা এবং সরবরাহ ঠিক থাকলে মূল্যস্ফীতি কমে আসবে। ব্যাংক সংস্কারে গঠিত টাস্কফোর্স করছে। মুখপাত্র বলেন, গ্রাহক স্বার্থেই দুর্বল ব্যাংককে তারল্য সহায়তা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংক থেকে গ্রাহকদের প্রয়োজনের অতিরিক্ত অর্থ উত্তোলন না করারও অনুরোধ নিয়ন্ত্রক সংস্থার। বেক্সিমকো গ্রুপে রিসিভার নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।:

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তাকদীরের তেলেগু রিমেক আসছে, জানালেন চঞ্চল

ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে সৈয়দ আহমেদ শাওকী পরিচালিত ওয়েব সিরিজ ‘তাকদীর’ বেশ সাড়া জাগিয়েছিল। চঞ্চল চৌধুরীর অভিনয়ও বেশ প্রশংসিত হয়েছিল। সিরিজটি এবার আসছে তেলেগু রিমেক হয়ে।

রাজশাহীর পবা উপজেলায় পদ্মা নদীতে গোলস করতে নেমে তিন শিক্ষার্থীর মৃত্যু  

তানজিলা আক্তার রাজশাহী, প্রতিনিধি: রাজশাহী, ২১ এপ্রিল ২০২৪ রাজশাহীর পবা উপজেলার চরশ্যামপুর এলাকায় পদ্মা নদীতে গোলস করতে নেমে তিন মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার

এবার করোনা টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার প্রমাণ মিললো গবেষণায়’

ঠিকানা টিভি ডট প্রেস: মানুষের স্নায়ুতে করোনা টিকার জটিল পার্শ্বপ্রতিক্রিয়ার প্রমাণ মিলেছে সাম্প্রতিক এক গবেষণায়। যদিও টিকার এ প্রভাব খুব বিরল বলে জানিয়েছেন গবেষকরা। বিশ্বজুড়ে

প্রথমবার জামায়াতের কোনো আমিরের বইমেলা পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান দলের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেতাদের নিয়ে একুশে বইমেলা পরিদর্শন করেছেন। স্বাধীনতা লাভের পর এই প্রথম জামায়াতের কোনো

‘আপনি সেবক, দেশের মালিক না

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ধানের শীষ আর পেটের বিষ ওটার আর খুব বেশি দরকার নেই। জামায়াত-ধানের শীষ বাদে বাকিদের সঙ্গে রাজনৈতিক আচরণ করুন। আপনার অনেক আচরণ রাজনৈতিক আচরণ হচ্ছে না। গত পাঁচ বছরে একটি রাজনৈতিক দলের সঙ্গেও বসেননি, কথা বলেননি। দেশ চালাবেন আর দেশে রাজনীতি হবে না, তাহলে দেশ চালাতে পারবেন না। আপনি দেশের মালিক না, দেশের সেবক। সেটা মনে রাখবেন।   সোমবার (৯ অক্টোবর) ময়মনসিংহ নগরীর টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে বৃহত্তর ময়মনসিংহের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।   বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ভোটে কে এলো কে এলো না, ভোটে আমেরিকা-জার্মান-কানাডা-ইংল্যান্ড কী করল এগুলো বড় কথা নয়। দেশের শতকরা ৭০-৭৫ ভাগ ভোটার যদি ভোটকেন্দ্রে যায়, তারা যদি ভোট দিতে পারে তাহলে আমেরিকা যদি তার দেশ নিয়েও আমাদের ওপরে আসে তাহলে কিছু করতে পারবে না।   বঙ্গবীর বলেন, এজন্য বোন (শেখ হাসিনা) আপনাকে আমি অনুরোধ করি আপনি ভোট সুষ্ঠু করার চেষ্টা করবেন। মানুষ যেন ভোট দিতে যেতে পারে এ ব্যাপারে হেল্প করবেন। ভোটারদের ফেরাবেন না।   বঙ্গবীর আরও বলেন, জিয়া, এরশাদ ও খালেদা জিয়ার আমলে দুষ্কৃতকারী ছিলাম। আজকে আমার বোন শেখ হাসিনার আমলেও সরকারি খাতায় দুষ্কৃতকারী। আমি জানতে চাই এই দুষ্কৃতকারী কবে দূর হবে। বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করে আমি অন্যায় করেছি না ন্যায় করেছি এই কথা শেখ হাসিনাকে বলতে হবে। বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করা যদি অন্যায় হয় সেটা বলেন, আমাদেরকে ফাঁসি দেন। সবার আগে আমাকে ফাঁসি দেন, তারপর আমার ভাই লতিফ সিদ্দিকীকে দেন।   ময়মনসিংহ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আবদুর রশিদের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার, মঞ্জুরুল ইসলাম বিমল, জোবাইদুল ইসলাম বাবু, রিগ্যাম মামুন, আবু সুফিয়ান প্রমুখ।

ডিবি হারুনের ব্যাংক হিসাব জব্দ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদের সব ধরনের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠানে থাকা