নিজস্ব প্রতিবেদক: গ্রেপ্তার হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যশোর সদর উপজেলা কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ফুল এবং জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ওরফে ঢোল রফিক।,
যশোর ডিবি পুলিশের সাইবার ক্রাইম ইউনিট এবং কোতোয়ালি থানা পুলিশ শনিবার (০৮ নভেম্বর) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে।
ডিবি যশোরের অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক ভূঞা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম ফুলকে শনিবার রাত সাড়ে ১০টার দিকে শহরের বাহাদুরপুর স্কুল পাড়ার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।
রাতেই ফুলকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয় বলে জানান ডিবির ওসি।
অন্যদিকে যশোর কোতোয়ালি থানা পুলিশ রাত ১১টার পর শহরের বিমান অফিস মোড় থেকে গ্রেপ্তার করে জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ওরফে ঢোল রফিককে। ঢোল রফিকের বাড়ি পুরাতন কসবা এলাকায়। বিমান অফিস মোড়ে তার একটি ব্যবসায় প্রতিষ্ঠান রয়েছে।,
কোতোয়ালি থানার এসআই দেবাশীষ জানিয়েছেন, ঢোল রফিকের বিরুদ্ধেও একাধিক অভিযোগ রয়েছে।
যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত বলেন, গ্রেপ্তারদের থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বেশ কয়েকটি অভিযোগের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.