সিরাজগঞ্জ প্রতিনিধি: জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের ধারাবাহিক বাজার তদারকি, অভিযোগ নিষ্পত্তি ও ভোক্তা সচেতনতা কার্যক্রমের ফলে জেলার বাজার ব্যবস্থাপনায় দৃশ্যমান শৃঙ্খলা ফিরেছে। ক্রেতা-বিক্রেতা উভয়ের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও ন্যায্য মূল্য নিশ্চিতকরণে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।
জেলা কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ১১ অক্টোবর পর্যন্ত মোট ৬৩টি বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়। এ সময়ে ৯৪টি প্রতিষ্ঠানকে ৮ লাখ ২৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় এবং ৪৫৯টি অভিযোগের মধ্যে ৪০৬টি নিষ্পত্তি করা হয়, যা মোট অভিযোগের প্রায় ৯০ শতাংশ।
২০২৫-২৬ অর্থবছরের জুলাই মাসে ২০টি অভিযানে ২৮ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬ হাজার ৫০০ টাকা জরিমানা। আগস্টে ১৮টি অভিযানে ২৯ প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা। সেপ্টেম্বরে ২০টি অভিযানে ৩০ প্রতিষ্ঠানকে ২ লাখ ৮ হাজার টাকা জরিমানা। অক্টোবর (১১ তারিখ পর্যন্ত) ৫টি অভিযানে ৭ প্রতিষ্ঠানকে ১ লাখ ৫১ হাজার টাকা জরিমানা করা হয়।
গত কয়েক বছরের তুলনামূলক তথ্য অনুযায়ী, ধারাবাহিকভাবে বাজার তদারকি কার্যক্রম বৃদ্ধি পেয়েছে এবং সচেতনতা কর্মসূচি সম্প্রসারিত হয়েছে। ২০২২-২৩ অর্থবছরে ২০৮টি অভিযান পরিচালনা করে ৭০৪ প্রতিষ্ঠানকে দণ্ডিত করে ৪৪ লাখ ৭৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ২০২৩-২৪ অর্থবছরে ১৯৮টি অভিযানে ৬৪৪ প্রতিষ্ঠানকে দণ্ডিত করে ৪০ লাখ ৬০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। ২০২৪-২৫ অর্থবছরে ১৩৭টি অভিযানে ৩৬৬ প্রতিষ্ঠানকে দণ্ডিত করে ২৬ লাখ ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া, ভোক্তা সচেতনতা বৃদ্ধিতে প্রতি বছর গড়ে ১২টি সভা ও ১৮টি সেমিনার আয়োজন করা হচ্ছে, যেখানে ব্যবসায়ী, ক্রেতা, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিচ্ছেন।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান, বাজারে ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, প্রতারণা প্রতিরোধ ও ভোক্তাদের অধিকার সুরক্ষায় এ কার্যক্রম অব্যাহত থাকবে। নিয়মিত তদারকি ও সচেতনতামূলক কার্যক্রমের ফলে জেলার বাজার ব্যবস্থায় শৃঙ্খলা ফিরছে এবং ভোক্তাদের আস্থা বাড়ছে। জেলায় ৩৫ লাখ ভোক্তা সচেতনতায় সবাইকে একযোগে কাজ করে সচেতনতা বৃদ্ধিতে সহযোগিতা করতে হবে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.