‘অভিমান ভাঙছে: যে কোনো সময়ে কাদের-রওশন বৈঠক’

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টিতে যে দ্বিধা বিভক্ত তা দূর করার উদ্যোগ গ্রহণ করেছে। দলের ভিতর যারা ঐক্যের পক্ষে এবং দুই পক্ষের সঙ্গেই ঘনিষ্ঠ যোগাযোগ রাখেন, তারা দুই পক্ষের মধ্যে একটি সমঝোতার চেষ্টা করছে। আর এই সমঝোতার চেষ্টা হিসেবে যে কোনো সময় রওশন এরশাদের বাসভবনে যেতে পারেন জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জিএম কাদের।

গত ক দিন ধরেই জাতীয় পার্টিতে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা প্রকাশ্য রূপ নিয়েছে। এর সূত্রপাত করেন রওশন এরশাদ। রওশন এরশাদ তার পস্থিদের কে নিয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করেন এবং জিএম কাদের এবং মুজিবুল হক চুন্নু অব্যাহতি দেন। পাল্টা হিসেবে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, এই ধরনের সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার রওশন এরশাদের নাই। তিনি জাতীয় পার্টির সাংগঠনিক কোন নেতা নন।

গত শুক্রবার জাতীয় পার্টির রওশন পন্থিরা কাকরাইলের অফিস দখল করে নেয়। ২ ঘণ্টা পরে আবার জিএম কাদের পন্থিরা দখলমুক্ত করে। এ নিয়ে জাতীয় পার্টির মধ্যে পাল্টাপাল্টি অবস্থান চলছে। এই অবস্থানের প্রেক্ষিতে গতকাল জিএম কাদের দলের ঐক্যের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, আমরা যদি ঐক্যবদ্ধ না হতে পারি তাহলে রাজনৈতিক দল হিসেবে আমরা টিঁকতে পারব না। এরকম বাস্তবতায় জাতীয় পার্টিতে যারা দীর্ঘদিনের নেতাদের, যাদের সাথে জিএম কাদের এবং রওশন এরশাদ উভয়ের ভাল সম্পর্ক আছে তারা এই অবস্থার অবসান ঘটানোর জন্য পদক্ষেপ নিচ্ছেন। ইতোমধ্যে জিএম কাদেরের সঙ্গে কথা বলা হয়েছে। জাতীয় পার্টির এই ঐক্য প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছেন জাতীয় সংসদের বিরোধী দলের উপনেতা এবং জাতীয় পার্টির সকলের মধ্যে শ্রদ্ধাভাজন নেতা আনিসুল ইসলাম মাহমুদ। জিএম কাদেরের সঙ্গে তিনি কথা বলেছেন। রওশন এরশাদের সঙ্গেও তিনি কথা বলেছেন। এ ছাড়াও জাতীয় পার্টির আরেক প্রভাবশালী নেতা প্রেসিডিয়াম সদস্য সালমা ইসলামও উভয় পক্ষের সঙ্গে কথা বলেছেন। এই অবস্থায় জাতীয় পার্টি যেন বিরক্ত না হয় সেজন্য তিনি চেষ্টা করছেন।’

উল্লেখ্য, জাতীয় পার্টিতে এই বিভক্তি একেবারেই ব্যক্তিকেন্দ্রিক। এটির সাথে কোন সাংগঠনিক বিষয় সম্পর্ক নেই। জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান হওয়ার পরপরই রওশন পন্থিদেরকে কোণঠাসা করে ফেলেছেন এবং তাদেরকে দল থেকে ঝেটিয়ে বিদায় করছেন এমন অভিযোগের পরই আসলে রওশন পন্থিদেরকে দলে ঐক্যবদ্ধ করার চেষ্টা করা হয় এবং তারাই রওশন এরশাদকে সামনে নিয়ে এসেছেন।

রওশন এরশাদ এমনিতেই বয়সের ভারে ন্যুজ পড়েছে। তাছাড়া নানা রোগে শোকে আক্রান্ত। এই বয়সে রাজনীতির নেতৃত্ব দেওয়া তো দূরের কথা, একটি রাজনৈতিক দলের কোন দায়িত্ব পালন করা তার পক্ষে প্রায় অসম্ভব। তারপরও যারা জাতীয় পার্টিতে কোণঠাসা হয়ে পড়েছেন, তারা রওশন এরশাদকে সামনে রেখেই এই পরিকল্পনাগুলো করছেন এবং নিজেদের অধিকার আদায়ের চেষ্টা করছেন। এটি দেওয়া নেওয়ার টানাপোড়েন বলেই মনে রাজনৈতিক বিশ্লেষকরা। আর এ কারণেই যারা জাতীয় পার্টির ভালো চান, যারা জাতীয় পার্টিকে রাজনৈতিক দল হিসেবে টিকিয়ে রাখতে চান তারা ঐক্যের চেষ্টা চালাচ্ছেন।’

ঐক্য প্রচেষ্টায় নেতৃত্ব দেওয়া জাতীয় পার্টির একজন গুরুত্বপূর্ণ নেতা বলেছেন, রওশন পন্থিরা যতই ক্ষুদ্র হোক না কেন এরকম ভাঙন দলের ভাবমুক্তি নষ্ট করবে, জনগণের সঙ্গে জাতীয় পার্টির দূরত্ব তৈরি করবে। আর এ কারণেই জাতীয় পার্টির ঐক্যবদ্ধ থাকাটা খুব গুরুত্বপূর্ণ। এবার নির্বাচনে জাতীয় পার্টির বিপর্যয় ঘটেছে। কাজেই এই বিপর্যয় থেকে দলকে উদ্ধারের জন্য ঐক্যের কোন বিকল্প নেই। এ কারণেই তারা রওশন এরশাদ এবং জিএম কাদেরের বৈঠকের উদ্যোগ নিয়েছে। যে কোন সময় এই বৈঠকটি অনুষ্ঠিত হবে এবং একটি সমঝোতায় তারা পৌঁছতে পারবেন বলে জাতীয় পার্টির বিভিন্ন মহল আশা করছেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দুদক মতির হিসেবের খাতা খুলছে কাল

নিজস্ব প্রতিবেদক: এনবিআরের সদস্য এবং কাস্টমস ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট ড. মো. মতিউর রহমানে দুর্নীতির হিসেবের খাতা কাল দুর্নীতি দমন কমিশন খুলতে পারে বলে

১৭ হাজার মালয়েশিয়া প্রবাসীর স্বপ্নভঙ্গ

নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় কর্মী ভিসায় যাওয়ার সময় শেষ হয়েছ গত শুক্রবার রাতেই। দেশটির সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সেদিনই ছিল দেশটিতে কর্মীদের যাওয়ার শেষ সুযোগ। এরপর গতকাল

আজ শহীদ নূর হোসেন দিবস

নিজস্ব প্রতিবেদক: আজ ১০ নভেম্বর, শহীদ নূর হোসেন দিবস। দেশের ইতিহাসে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন ও সংগ্রামের এক অবিস্মরণীয় দিন। ১৯৮৭ সালের এই দিনে স্বৈরাচার এরশাদ

হাসপাতালের বিল নিতে নবজাতক বিক্রি, পরিচালক আটক

ঠিকানা টিভি ডট প্রেস: বাচ্চা প্রসবের সময় ঘনিয়ে আসায় আয়হীন স্বামীকে নিয়ে ঢাকা থেকে গ্রামে আসেন লাবণী আক্তার (২২) পূর্বপরিচিত চিকিৎসকের পরামর্শে ভর্তি হন নগরীর

টাঙ্গাইল জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা রবিবার (২০ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা

আ.লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিব না: সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগকে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।