অভাবের চাপ, দত্তকে দেওয়ার সিদ্ধান্ত নয় দিনের নবজাতককে

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পূর্ব বাচোর গ্রামের এক অসহায় সনাতনী দম্পতি তাদের নয় দিন বয়সী কন্যাসন্তানকে দত্তক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বসবাসের উপযুক্ত ঘর নেই, নেই পর্যাপ্ত আয়। সংসারের ভার সামলাতে হিমশিম খাওয়া এই বাবা-মা তাদের নবজাতকের নিরাপদ ভবিষ্যতের কথা ভেবেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

বাক্‌প্রতিবন্ধী শেফালী রানী ও দিনমজুর শুক্র বর্মণ বর্তমানে তিন কন্যাসন্তান নিয়ে শ্বশুরবাড়ির একটি ছাপড়া ঘরে বাস করছেন। শুক্র বর্মণের আয়-রোজগার সীমিত, তাও অনিয়মিত। পরিবারের সদস্য সংখ্যা বাড়ায় ব্যয়ও বেড়েছে। এর মধ্যে সদ্য জন্ম নেওয়া শিশুর জন্য সিজার করাতে গিয়ে তাকে ঋণগ্রস্ত হতে হয়েছে।

শুক্র বর্মণ বাংলা এডিশনকে জানান, “আমি ও আমার স্ত্রী অসুস্থ। খড়কুটো দিয়ে বানানো একটি ছাপড়া ঘরে কোনো রকমে দিন পার করছি। প্রতিদিন কাজে যেতে পারি না। সংসার চালানোই দায়। সদ্য জন্ম নেওয়া শিশুটির জন্য ঔষধও ঠিকমতো কিনতে পারছি না। তাই দত্তকের সিদ্ধান্ত নিয়েছি। তবে কেউ যদি সাহায্য করেন, তাহলে আমি সন্তানকে নিজের কাছেই রাখতে চাই।”

এ বিষয়ে তিনি গ্রামের স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অনেশ চন্দ্র রায়ের শরণাপন্ন হন। অনেশ বলেন, “শুক্র বর্মণ আমার কাছে এসে তার সমস্যার কথা জানান। আমি পরিচিত একজনকে দিয়ে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করি, যাতে কোনো সহৃদয় ব্যক্তি পাশে দাঁড়ান।”

গত ১ আগস্ট শুক্রবার ‘ক্রিয়েশন অব হিমালয়’ নামের একটি ফেসবুক পেজে শিশুটিকে দত্তক দেওয়ার জন্য একটি পোস্ট দেওয়া হয়। এতে বলা হয়, সনাতনী ধর্মাবলম্বী কোনো নৈতিক ও আর্থিকভাবে সক্ষম দম্পতি যারা শিশু পরিচর্যায় আগ্রহী ও অভিজ্ঞ, তারা আইনগত প্রক্রিয়ায় সন্তানের দায়িত্ব নিতে চাইলে যোগাযোগ করতে পারেন।

রাণীশংকৈল উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম জানান, “কোনো পরিবার যদি শিশুকে লালন-পালনে অক্ষম হয়, তাহলে সরকারি ‘শিশু পরিবার’ ও ‘ছোট মনি নিবাস’-এ শিশুদের সম্পূর্ণ সরকারি খরচে লালন-পালনের ব্যবস্থা রয়েছে।”

এই দম্পতির পাশে সরকার ও সমাজের বিত্তবানরা এগিয়ে এলে হয়তো একটি পরিবারের ভাঙন রোধ করা সম্ভব হবে এবং নবজাতকটিও বড় হতে পারবে নিজের পরিবারের ভালোবাসায়।

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গাজায় ইসরায়েলি আগ্রাসনে আরও ৫০ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও অর্ধশত ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ছাড়িয়ে গেছে ৩৮ হাজার ৩০০।

সচ্ছলতার স্বপ্ন বিমানবন্দরে আটকে গেল

ঠিকানা টিভি ডট প্রেস: কেউ জমি বন্ধক রেখে, কেউ গরু বিক্রি করে মালয়েশিয়া যাওয়ার টাকা জমা দিয়েছিলেন। কেউ টাকা সংগ্রহ করেছিলেন ব্যাংকঋণ নিয়ে। কেউবা আত্মীয়স্বজনের

স্থানীয় সরকার নাকি জাতীয় নির্বাচন আগে-যা বলছে সংস্কার কমিশন

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান তোফায়েল আহমেদ বলেছেন, ‘মূল সংস্কার না করে কোনো নির্বাচন করলে কোনো লাভ হবে না। সেটি জাতীয় নির্বাচন হোক

সিরাজগঞ্জে কৃষিতে ক্ষতির পরিমাণ প্রায় ৬৩ কোটি টাকা, ৩৭ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত 

সিরাজগঞ্জ প্রতিনিধি: চলতি বছরের জুলাই মাসের প্রথম দিকে সিরাজগঞ্জে যমুনা নদীতে পানি বৃদ্ধি পায়। পাশাপাশি জেলার অভ্যন্তরীণ নদ-নদীর পানিও বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত

ঈদ আনন্দে ভক্তদের সঙ্গে থাকছেন ফেরদৌস-অপু

ঈদের আনন্দ বহুগুণে বাড়িয়ে দিতে শোবিজের তারকারা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। নাটক সিনেমাও উপহার দেন তারা। এবারের ঈদেও এর ব্যতিক্রম ঘটছে না। দেশীয় চলচ্চিত্র অঙ্গনের

গিমাডাঙ্গা স্কুলে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ছেলেবেলার স্মৃতিবিজড়িত স্কুল গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৬