অবৈধভাবে কয়েকশ’ ভ্রাম্যমান গাড়িতে গ্রামে গঞ্জে বিক্রি হচ্ছে গেট টিকিট

জেমস আব্দুর রহিম রানা: যশোরে চলমান ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার গেট টিকিটের উপর পুরস্কার দেয়ার নামে চলছে রমরমা বাণিজ্য। ক্যান্টনমেন্ট কর্তৃপক্ষের এ বিষয়ে কঠোর নিষেধাজ্ঞা থাকা সত্তেও আয়োজক প্রতিষ্ঠান তা মানছেন না।

তারা ২০ টাকার মেলার গেট টিকিট এখন জেলা জুড়ে বিক্রি করছেন। প্রতিদিন আড়াইশো থেকে তিনশো ইজিবাইক ও রিক্সায় করে তা শহরের আনাচে কানাচে থেকে শুরু করে উপজেলার গ্রাম পর্যায় বিক্রি করছেন।

এদিকে, লিখিত ভাবে ক্যান্টনমেন্ট কর্তৃপক্ষ ভ্রাম্যমান টিকিট বিক্রি করতে নিষেধ করে আয়োজক প্রতিষ্ঠানকে চিঠি দিয়েছেন। এ চিঠি পেয়ে আয়োজক প্রতিষ্ঠান ক্যান্টনমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে পাল্টা মামলা করেছেন। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ভ্রামমান টিকিট বিক্রি চলছেই।

অভিযোগ উঠেছে, প্রবেশ টিকিটের নামে যে লটারি দেয়া হচ্ছে সেটা এক প্রকার জুয়া। বিশেষ বাহিনীর নাম ব্যবহার করে তারা যশোরের সাধারণ মানুষকে নিঃস্ব করায় পায়তারা করছে। এতে করে ক্ষোভ প্রকাশ করেছেন যশোরের সচেতন মহল। তারা বলছেন গেট টিকিটের উপর পুরস্কার দেয়া হবে ভালো কথা কিন্তু সে গেট টিকিট বাইরে কেন বিক্রি করবে। এখানেই তাদের আসল রুপ বের হয়ে এসেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্শন করছেন তারা।

খোঁজ নিয়ে যানা যায়, গত ২৫ এপ্রিল যশোর ক্যান্টনমেন্ট কলেজের ডিওএইচএস মাঠে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন করা হয়।

মেলার সার্বিক তত্মাবধানে রয়েছে যশোর সেনানিবাস ক্যান্টনমেন্ট বোর্ড । বিশাল জাঁকজমকপূর্ণ সাজসজ্জা ও ব্যতিক্রমী এ মেলা শুরু হওয়ায় যশোরবাসী আনন্দের জোয়ারে ভাসতে থাকে। ২০ টাকায় প্রবেশটিকিট কাটলেই পুরস্কার সেটাও পজেটিভ ভাবেই দেখেন তারা। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই আয়োজক প্রতিষ্ঠান নাওমী এন্টার প্রাইজের আসল রুপ বের হয়ে আসে।

তারা প্রবেশ টিকিট গেটের সামনে বিক্রির সাথে সাথে যশোর জেলার প্রতিটি উপজেলাতে বিক্রি শুরু করে। আর রাত হলেই শুরু হয় ‘উঠাও বাচ্চা’ ক্ষ্যত লটারির ড্র। ক্যান্টনমেন্টের নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, মাসব্যাপী এ মেলার চুক্তির সময় ১৫টি শর্ত দেয়া হয় নাওমী এন্টার প্রাইজকে। কৌশলে নওমী এন্টার প্রাইজের মালিক সৈয়দ কবির আহমেদ মিঠু ৪নং শর্তে জুড়ে দেন তিনি।

সেটি হচ্ছে স্বাস্থ্যবিধির দোহায় দিয়ে গেটে ভিড় এড়াতে সমগ্র জেলায় ভ্রাম্যমান বুথের মাধ্যমে টিকিট বিক্রি করা হবে। কিন্তু এটা যে শেষ মেষ জুয়াতে পরিণত হবে তা বুঝতে পারেনি ক্যান্টনমেন্ট বোর্ড কর্তৃপক্ষ। ৪ নং পয়েন্টে এই শর্ত দেয়া ছিলো এক পর্যায় বিষয়টি নজরে আসে তাদের। তারই প্রেক্ষিতে গত ২ মে ৪ নং শর্তের ওই অংশ টুকু বাতিল ও অন্যান্য অংশ বলবৎ রেখে নাওমী এন্টার প্রাইজের মালিককে লিখিত চিঠি দেন ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ। যার স্মারক নাম্বার (২৩.২২.৭০০৫.০০১.৪১.০০২.২৩-২৯২)। সেখানে স্পষ্ট ভাবে চুক্তির মধ্যে থাকা ভ্রাম্যমান ভাবে টিকিট বিক্রির বিষয়টি বাতিল করা হয়। কিন্তু ক্যান্টনমেন্ট বোর্ড কর্তৃপক্ষের নির্দেশনা অমান্য করেই ৬ মে থেকে সারা জেলাই ভ্রাম্যমান গাড়ি বের করে আয়োজক কমিটি। ২০ টাকা করে গেট টিকিট বিক্রি করতে শুরু করেন তারা। শুধুই তাই নয়, ওই শর্ত বাতিলের আদেশে ক্ষিপ্ত হয়ে গত ৮ মে নাওমী এন্টার প্রাইজের মালিক সৈয়দ কবীর আহম্মেদ মিঠু বাদী হয়ে ক্যান্টনমেন্ট বোর্ডের এক্সিকিউটিভ অফিসারের বিরুদ্ধে যশোরের সদর সহকারী জজ আদালতে একটি মামলাও করেন। যার মামলা নাম্বার-২১২/২৪।

মামলাটি আমলে নিয়ে আদালত বিবাদীর বিরুদ্ধে সমন জারি করেন। এদিকে, ক্যান্টনমেন্ট বোর্ডের এক্সিকিউটিভ অফিসারের বিরুদ্ধে মামলা করায় সমালোচনা শুরু হয়। শেষমেষ অনেকটা চাপের মুখে পড়ে গত ১২ মে আদালত থেকে নিজেই মামলাটি প্রত্যাহার করে নেন কবির আহমেদ মিঠু।

অভিযোগ রয়েছে, এখনো পর্যন্ত অনুমতি না নিয়েই যশোরের বিভিন্ন উপজেলায় ভ্রাম্যমান গাড়ি পাঠিয়ে টিকিট বিক্রি করছে আয়োজক কমিটি। এছাড়া, মোটরসাইকেল সহ বিভিন্ন পুরস্কারের প্রলোভন দেখিয়ে মেলার মাঠেই প্রতিদিন ড্র অনুষ্ঠিত হচ্ছে। যার ফলাফল নিজেদের ইউটিউব এ্যাকাউন্ট ও ফেসবুক পেজে প্রচার করছেন। কিন্তু স্থানীয় কোনো পত্রিকায়ও ফলাফল প্রকাশ করা হচ্ছেনা। এতে করে উপজেলা পর্যায়ের অনেকেই ফলাফল জানতে পারছে না। ফলে এর ড্র’র স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।

এদিকে, একটি সূত্র জানিয়েছে, ক্যান্টনমেন্ট বোর্ডের নাম ভাঙিয়ে এ চক্রটি যশোর থেকে এক মাসে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার মিশনে নেমেছেন। প্রয়োজনে তারা আরও ১৫দিন মেলার মেয়াদ বৃদ্ধি করবেন। শহরের দড়াটানায় ফুটপাতে বিক্রি হচ্ছে মেলার প্রবেশ টিকিটের নামে লটারি। এছাড়া

প্রতিদিনই মেলায় প্যান্ডেল করে স্টেজে পুরস্কারের মোটরসাইকেলসহ আকর্ষণীয় পুরস্কার প্রদর্শন করা হচ্ছে। ফলে লোভে পড়ে একজন দর্শনার্থী একা মেলায় প্রবেশ করলেও টিকিট কাটছেন একাধিক। দিনমজুর, খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে বিশেষ করে নিম্ন আয়ের মানুষেরা তাদের প্রলোভনে পড়ে উপার্জনের সব টাকা দিয়ে লটারীর টিকিট কিনছেন। কোথাও কোথাও সংসারে অশান্তির সৃষ্টি হচ্ছে। অন্যদিকে, অপর একটি সূত্র জানিয়েছে যশোরের উপশহর এলাকার বিল্লাল হোসেন নামের এক যুবক মুলত এ চক্রের অন্যতম হোতা। এ চক্রের অন্যতম আরেকজন হচ্ছেন খুলনার আবিদ নামের আরেকজন। এরবাইরেও এ চক্রের আরও কয়েকজন পার্টনার রয়েছে। বিশেষ করে যশোরের বিল্লালের মাধ্যমেই বিভিন্ন মহলকে ম্যানেজ করে অবৈধভাবে এ লটারির খেলা চলছে।

এছাড়া এ চক্রটি কয়েকবছর আগে টাউনহল মাঠেও একইভাবে গেট টিকিটে লটারির নামে জুয়ার ব্যবসায় নামে। পরবর্তিতে যশোর বাসী ফুসে উঠে। এক পর্যায় সচেতন মহলের প্রতিবাদের মুখে রাতের আধারে তারা পালিয়ে যায়। সেসময়ও এই রাজ্জাক মামায় মিষ্টি কথায় যশোরবাসীর মন কাড়ার চেষ্টা করেছিলো।

এবারও সেই রাজ্জাক মামা একই ফন্দি এটেছেন।

এ বিষয়ে যশোর সেনানিবাসের ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার এ ডব্লিউ.এম রায়হান শাহ বলেন, তারা একটি মামলা করেছিলো পরবর্তিতে তারাই সেটি উঠিয়ে নিয়েছেন। এছাড়া তাদেরকে ভ্রাম্যমান টিকিট বিক্রিতে যে নিষেধাজ্ঞা দেয়া হয়েছিলো তা বহাল রয়েছে। তারা অবৈধভাবে ভ্রাম্যমান গাড়িতে টিকিট বিক্রি করছেন বলে তিনি স্বীকার করেন। একই সাথে এ বিষযে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

এ বিষয়ে নাওমী এন্টার প্রাইজের স্বত্তাধিকারী সৈয়দ কবীর আহমেদ মিঠু বলেন, তাদের বাইরে টিকিট বিক্রির অনুমতি রয়েছে। তিনি বলেন, আর কিছুই মোবাইলে বলা যাবেনা। এ বিষয়ে জানতে মাঠে এসে কথা বলতে বলেন।

সচেতন নাগরিক কমিটির জেলা সভাপতি অধ্যক্ষ শাহীন ইকবাল বলেন, ক্যান্টেনমেন্টের নামে যেহেতু বিক্রি হচ্ছে অবশ্যই সে দায় তাদের। যেহেতু বাংলাদেশ সেনাবাহিনীর সকলের শ্রদ্ধা রয়েছে। সেখানে তাদের নাম ব্যবহার করে কেউ অবৈধ জুয়ার ব্যবসা করবে সেটা মেনে নেয়া যায়না। তিনি এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

প্রধান উপদেষ্টার সামনেই নির্বাচনের রোডম্যাপ নিয়ে ‘তর্কে’ জড়ালেন সালাহউদ্দিন ও নাহিদ

ডেস্ক রিপোর্ট: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের মধ্যে বৈঠকে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। প্রধান উপদেষ্টার সামনেই নির্বাচনের রোডম্যাপ

‘বিএনএম ও সাকিব আল হাসানের ব্যাপারে মুখ খুললেন মেজর হাফিজ’

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদের বাসায় গিয়ে কিংস পার্টিতে যোগ দেওয়ার ফরম পূরণ করেছিলেন ক্রিকেটার সাকিব আল

সিরাজগঞ্জে ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে ভিপি অমর কৃষ্ণ দাস

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: স্বাস্থ্যই সকল সুখের মূল” এই বার্তাকে আরো সহজ করার লক্ষে সিরাজগঞ্জে আধুনিক চিকিৎসা প্রযুক্তির সমন্বয়ে উন্নত সেবার লক্ষ্যে হেলথ সিটি ডায়াগনস্টিক সেন্টারের

সমকামী নারী সংসদ সদস্যকে বিয়ে করলেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং দেশটির প্রথম প্রকাশ্য সমকামী নারী সংসদ সদস্যকে বিয়ে করেছেন। রোববার (১৭ মার্চ’) নিজের দীর্ঘদিনের সঙ্গী সোফি অ্যালোয়াচেকে বিয়ে করার

দেশে এইচএমপিভিতে আক্রান্ত নারীর মৃত্যু

ঠিকানা টিভি ডট প্রেস: বাংলাদেশে প্রথমবারের মতো দ্য হিউম্যান মেটানিউমো ভাইরাসে (এইচএমপিভি) আক্রান্ত এক নারী মহাখালী সংক্রামক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। জানা গেছে, ৩০

এবার পুলিশ সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ালের সেই ফারজানা সিঁথি

নিজস্ব প্রতিবেদক: গত ৫ আগস্টের পরে সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে ভাইরাল হওয়া সেই ফারজানা সিঁথি এবার স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে পুলিশের মুখোমুখি হতে দেখা