অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন : আহমেদ আযম খান

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ব্যর্থ হতে দিতে চাইনা। যে গতিতে সরকার চলছে – সে গতি অনেক বাড়াতে হবে। বর্তমানে দেশের মানুষের চাওয়া অনুযায়ী আপনারা অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। সে রোডম্যাপে যেন অবশ্যই নয় মাস বা এক বছরের বেশি সময় না যায়। নাহলে জনগন কিন্তু হতাশ হয়ে পড়বে- তখন কিন্তু আপনারা ব্যর্থ হয়ে যাবেন। আপনাদের ব্যর্থতা আমরা চাইনা, আপনাদের সফলতা চাই। আপনাদের দেওয়া অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার আসবে- এটাই আমরা আশা করতে চাই। শনিবার (১৬ নভেম্বর) সকালে টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির অডিটরিয়ামে জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গত ৫ আগস্টের পরে আমাদের যে নবযাত্রা শুরু হয়েছে। সেই নবযাত্রায় আমরা স্পষ্ট বলেছি একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য মৌলিক সংস্কারগুলো করতে হবে। এই সংস্কারগুলো করে আমরা গণতান্ত্রিক অগ্রযাত্রায় এগিয়ে যাওয়ার জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই। যে নির্বাচনের জন্য গত ১৫ বছর বাংলাদেশের মানুষ আন্দোলন করেছে।

আহমেদ আযম খান আরও বলেন, একটা দেশে যাওয়ার কারণে উপদেষ্টা আসিফ নজরুলকে হেনস্তার শিকার হতে হয়েছে- এ ধরনের ঘটনা আমরা দ্বিতীয়বার দেখতে চাইনা। এজন্যই দ্রুত আপনাদের নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। নির্বাচনের মধ্য দিয়ে গঠিত একটি গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে আপনারা সম্মানের সাথে বিদায় নিবেন- এটাই প্রত্যাশ করি।

ওই দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন, কেন্দ্রীয় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসতিয়াক আজিজ উলফাত।

টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল খালেক মন্ডলের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিঞা, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতিতে বিএফইউজে ও ডিইউজের উদ্বেগ

ঠিকানা টিভি ডট প্রেস: সম্প্রতি সাংবাদিকতা নিয়ে পুলিশ সার্ভিস এসোসিয়েশনের বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)

আবারো যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত

অনলাইন ডেস্ক: দুই আরোহীসহ যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। শনিবার এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগে, স্থানীয় সময় শুক্রবার

টেকনাফে আরও ৮ জনকে অপহরণ, মুক্তিপণ দাবি’

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকা থেকে চার কিশোরসহ আটজনকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। তাদের মুক্তিপণ হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করা হয়েছে। বুধবার (২৭ মার্চ’)

মাদ্রাসা-কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বেও ডিসি-ইউএনওরা

নিজস্ব প্রতিবেদক: সব বেসরকারি স্কুল-কলেজের সভাপতিদের অপসারণের পর বেসরকারি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতিদেরও অপসারণ করা হয়েছে। জেলা পর্যায়ে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের

১২ বাংলাদেশি বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়া বিভিন্ন সময় আটক হওয়া ১২ জন বাংলাদেশিসহ মোট ১৯১ বন্দিকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে। জোহর রাজ্যের অভিবাসন বিভাগ জানিয়েছে, তাদের সাজার মেয়াদ

শনিবার বিক্ষোভ, রোববার থেকে ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে শনিবার (৩ আগস্ট) সারাদেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একই