স্পোর্টস ডেস্ক: ক্যারিয়ারের সায়াহ্নে লিওনেল মেসি। পেশাদার ক্যারিয়ারে সবকিছুর স্বাদ পাওয়া আর্জেন্টাইন তারকা আপাতত ফুটবলটা উপভোগ করছেন। তবে যেকোনো সময় আসতে পারে অবসরের ঘোষণা। ঝুলিয়ে রাখতে পারেন বুটজোড়া। এরপর কী করবেন, কোচিং ক্যারিয়ারে প্রবেশ করবেন নাকি অন্যকিছু? এক সাক্ষাৎকারে নিজের ভবিষ্যত পরিকল্পনা জানিয়েছেন ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোকে।
ফুটবলের সঙ্গে মেসির সখ্যতা ছোট থেকেই। আর পেশাদার ক্যারিয়ারে প্রবেশ করেছেন ২০০৪ সালে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে। দুই পায়ের কারিকুরি দেখিয়ে হয়েছেন ফুটবল জাদুকর। আর অর্জনের তালিকা করলে সে তালিকা হবে বেশ লম্বা। ক্লাব ও জাতীয় দলের হয়ে লিগ শিরোপা, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব বিশ্বকাপ, কোপা আমেরিকা, ফিফা বিশ্বকাপ কোনো শিরোপা বাদ রাখেননি এ আর্জেন্টাইন তারকা।
আর ব্যক্তিগত পুরস্কারের তালিকাতো আরও লম্বা। ইউরোপিয়ান গোল্ডেন স্যু, ফিফা গোল্ডেন বল, সিলভার বুট, কোপা আমেরিকা গোল্ডেন বল ও বুট, পিচিচি ট্রফির বাইরে ফুটবলারদের ব্যক্তিগত সর্বোচ্চ মর্যাদার পুরস্কার- ব্যালন ডি’অর জিতেছেন রেকর্ড ৮ বার। অন্যান্য আরও পুরস্কার তো আছেই।
এত কিছু পাওয়া একজন ফুটবলারের আর কী প্রয়োজন? ফুটবলে সবকিছু পাওয়া মেসি আপাতত উপভোগ করছেন মাঠের খেলা। ৩৭ বছর পেরিয়ে এখনো দ্যুতি ছড়াচ্ছেন জাতীয় দল ও ক্লাব ইন্টার মায়ামির হয়ে। তবে আর বেশিদিন হয়তো তাকে মাঠে দ্যুতি ছড়াতে দেখা যাবে না। সে বার্তা দিয়ে রেখেছেন আগেই। যেকোনো সময় বিদায় জানাতে পারেন মাঠের ফুটবলকে। এরপর কী করবেন তিনি?
জিনেজিন জিদান, জাভি হার্নান্দেজদের মতো কোচিং পেশাকে বেছে নেবেন নাকি ডেভিড ব্যাকহামের মতো পুরোদস্তুর ব্যবসায়ী হয়ে উঠবেন? ফ্যাব্রিজিও রোমানোকে দেয়া সাক্ষাৎকারে নিজের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে কথা বলেছেন মেসি। সেখানে স্পষ্ট করে কিছু না বললেও, ভবিষ্যতে কোচিংয়ে না আসার সম্ভাবনাই বেশি বলে জানিয়েছেন।
মেসি বলেন,আমি কোচ হতে পছন্দ করব না। কিন্তু আমি এখনো নিশ্চিত না, ভবিষ্যতে কি করতে চাই। আমার সবকিছুই বর্তমানের উপর ভিত্তি করে। আমি শুধু খেলা, অনুশীলন নিয়ে চিন্তা করি এবং উপভোগ করি।’
২০২২ কাতার বিশ্বকাপের পর জাতীয় দলকে বিদায় জানানোর কথা থাকলেও এখনো খেলে যাচ্ছেন মেসি। জাতীয় দলের কোচ লিওনেল স্ক্যালোনি ও সতীর্থরা বিশ্বাস করেন, ২০২৬ বিশ্বকাপে খেলবেন মেসি। যদিও এ বিষয়ে কখনো কোনো কিছু নিশ্চিত করেননি। তবে বারবার একই প্রশ্নের উত্তর দিতে দিতে তিনি ক্লান্ত।
সাক্ষাৎকারে মেসি বলেন,সত্য আমি এখনো জানি না। এ প্রশ্ন আমাকে একাধিকবার জিজ্ঞেস করা হয়েছে, বিশেষ করে আর্জেন্টিনায়। ফুটবলে অনেক কিছুই ঘটছে। এখনো লম্বা সময় বাকি। তাই আমি এটা নিয়ে ওত বেশি ভাবছি না। ভবিষ্যত সম্পর্কে অনেক বেশি চিন্তা না করে আমি বর্তমান নিয়েই কাজ করে যাচ্ছি।’
আপাতত মেসির নজর এমএলএসে ইন্টার মায়ামিকে শিরোপা জেতানোর দিকে। সেটা নিয়েই কাজ করে যাচ্ছেন তিনি।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.