অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত বুয়েটের উপাচার্য

নিজস্ব প্রতিবেদক: উপাচার্য হিসেবে শেষ কর্মদিবসে প্রায় সাড়ে ৪ ঘণ্টা নিজ কার্যালয়ে অবরুদ্ধ থাকার পর মুক্ত হয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার। সোমবার (২৪ জুন’) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের শীর্ষ ব্যক্তি ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে তিনি নিজ কার্যালয় থেকে মুক্ত হন।

এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি স্থগিত করার প্রতিবাদে তার কার্যালয়ের সামনে আন্দোলন শুরু হয়। এসময় অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার নিজ কার্যালয়ে অবস্থান করেছিলেন।

জানা যায়, গত বছরের ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত বুয়েট সিন্ডিকেটের ৫৪০তম সভায় ২৭-১২-২০২৩ তারিখের পরবর্তী সময়ে নীতিমালা-২০১৫ এর মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ের কোনো কর্মকর্তা বা কর্মচারীর পদোন্নতি, পদোন্নয়ন, সিলেকশন গ্রেড, সিনিয়র গ্রেড স্কেল প্রাপ্যতার জন্য বিবেচিত হবেন না বলে সিদ্ধান্ত গৃহীত হয়। বিষয়টি জানিয়ে গতকাল রবিবার (২৩ জুন) বুয়েট কর্তৃপক্ষ একটি অফিস আদেশ জারি করে। এরপর আজ বিকেলে উপাচার্যের শেষ কর্মদিবসে নীতিমালা-২০১৫ বাতিলের বিষয়টি ছড়িয়ে পড়লে উপাচার্যকে অবরুদ্ধ করেন কর্মকর্তা-কর্মচারীরা।’

এদিকে, পদোন্নতি স্থগিতের আদেশ বাতিলের পক্ষে সিন্ডিকেটে সুপারিশ করবেন বলে আশ্বাস দিয়েছেন বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন ও রেজিস্ট্রার অধ্যাপক ড. মো: ফোরকান উদ্দিন। যদিও এই আশ্বাসকে ‘ভুয়া’, ভুয়া’ বলে উড়িয়ে দিচ্ছেন আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা।

রাত সাড়ে আটটার দিকে উপাচার্য কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে ১০ জনের এক প্রতিনিধি দল সমঝোতার জন্য গেলে সেখানে তাদেরকে এই আশ্বাস দেওয়া হয়। আশ্বাস দেওয়ার পরপরই সাংবাদিকদের সাথে কোনো রকম কথা না বলে চলে যান বুয়েট উপাচার্য। এসময় কর্মকর্তা-কর্মচারীরা স্লোগান দিতে দিতে তার পিছু পিছু যেতে দেখা গেছে।’

জানা যায়, ২০১৫ সালের নীতিমালা অনুযায়ী যে পদোন্নতি সিস্টেম ছিল সেটি বাতিল করে পদোন্নতি স্থগিত করেছে বুয়েট প্রশাসন। যার ফলে ২০১৫ সালের নীতিমালা অনুযায়ী যারা পদোন্নতি পেয়েছেন তাদের অবসরের পর সেই পদটি শূন্য থেকে যাবে। ২০১৫ সাল থেকে পদোন্নতির যে অর্গানোগ্রামটি মেনে আসছিলো বুয়েট প্রশাসন ডিসেম্বরের ২৭ তারিখে সেই অর্গানোগ্রামকে বাতিল করে বুয়েট সিন্ডিকেট।

এর আগে, বিকেল থেকেই পদোন্নতি স্থগিতের নীতিমালা বাতিলের দাবিতে ও উপাচার্য অফিস ঘেরাও করেন কর্মকর্তা-কর্মচারীরা। ৬ মাস আগে সিন্ডিকেটে পদোন্নতি বাতিল করা হলেও ছয় মাস পর দায়িত্ব ছাড়ার ঠিক পূর্ব মুহূর্তে এমন ঘোষণা দেওয়ায় বুয়েট উপাচার্যের বিরুদ্ধে তীব্র বিক্ষোভে ফেটে পড়েন তারা।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে চাঞ্চল্যকর হত্যা মামলার আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দোকান কর্মচারী শামিম শেখকে অপহরণের পর হত্যা ও অর্থ লুটের অপরাধে আমৃত্যু সাজাপ্রাপ্ত আসামি ইসমাইল শেখ ওরফে রাসেলকে (২৬) গ্রেপ্তার করেছে

জানা গেল এস আলম গ্রুপের সম্পদের প্রকৃত মূল্য

নিজস্ব প্রতিবেদক: বিতর্কিত এস আলম গ্রুপকে ঘিরে নড়েচড়ে বসেছে বাংলাদেশের আর্থিক খাত। গেল ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ও নতুন অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা গ্রহণের

রাউজানে খালের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

রয়েল দত্ত, রাউজান প্রতিনিধি: শিশু কন্যা মাইমুনা আক্তারকে ফসল তোলার সময় ক্ষেতের একপাশে বসিয়ে রাখেন মা। এক পর্যায়ে মায়ের অগোচরে শিশু মাইমুনা আক্তার রেখা পাশ

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় “রেমাল” আঘাত হানতে পারে যেখানে

ঠিকানা টিভি ডট প্রেস: ভারতের আবহাওয়া অফিস বলছে, চলতি মাসের শেষের দিকেই পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আছড়ে পড়তে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘রেমাল’। তারা বলছে,

‘উপজেলা নির্বাচনে অংশ নেবে বিএনপি’

নিজস্ব প্রতিবেদক: গত কয়েক বছর ধরে সব নির্বাচন বয়কট করেছে বিএনপি। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কট করার সঙ্গেই হরতালের ডাক দিয়েছিল বিএনপি। কিন্তু এবার

১-০ গোলে পেরুকে হারিয়েছে আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক: ২০২৪ সালে আর্জেন্টিনার সবচেয়ে বড় জয়ের নায়ক ছিলেন লাউতারো মার্টিনেজ। কোপা আমেরিকায় কলম্বিয়ার বিপক্ষে ১১২ মিনিটে করা তার ওই গোলেই শিরোপা ঘরে তুলেছিল