অফিসে না গিয়েই ৮০ হাজার টাকা বেতন নিচ্ছেন সাবেক মন্ত্রীর ভাবি

নিজস্ব প্রতিবেদক: যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে ছয় মাস মেয়াদি অনাবাসিক প্রশিক্ষণের একটি কোর্স হচ্ছে ‘মডার্ন অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন’। তবে মেহেরপুর জেলায় এটির কোনো কার্যক্রম নেই। ফলে নেই কোনো প্রশিক্ষণার্থীও। সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন নিজ আত্মীয়ের সুবিধার্থে কুষ্টিয়া থেকে নিজ জেলা মেহেরপুরে পোস্টিং করিয়ে ঘরে বসিয়ে চাকরির ব্যবস্থা করে দেন তিনি। এরপর থেকে ৫ বছর ধরে অফিসে না গিয়ে প্রতিমাসের বেতন ৮০ হাজার টাকা তুলে নিচ্ছেন মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সিনিয়র ইন্সট্রাক্টর (অফিস কাম ম্যানেজমেন্ট) মাহমুদা খাতুন।

জেলা যুব উন্নয়ন অধিদপ্তর সূত্র জানায়, মাহমুদা খাতুনের পোস্টিং কুষ্টিয়ায়। সিনিয়র ইন্সট্রাক্টর (অফিস কাম ম্যানেজমেন্ট) প্রশিক্ষক এটা নবম গ্রেড পদ। মেহেরপুরে এই পদ এবং বিভাগ না থাকায় দায়িত্বও নেই। মাহমুদা খাতুন সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের সম্পর্কে ভাবি। সেই সুবাদে মন্ত্রী যে কোনো উপায়ে তাকে নিজ জেলা মেহেরপুরে বদলির জোর সুপারিশসহ ডিজিকে চাপ দিলে কর্তৃপক্ষ মেহেরপুরে প্রেষণে তাকে বদলি করতে বাধ্য হন। ফলে, এই কর্মকর্তাকে অফিস যেতে হয় না। কোনো দায়িত্বও নেই। কিন্তু প্রতিমাসে সর্বসাকুল্যে সরকারি মাসিক বেতন হিসেবে পান ৮০ হাজার টাকা।’

এ বিষয়ে মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফিরোজ আহমেদ জানান, বৃহত্তর কয়েকটি জেলায় এই পদ আছে। মেহেরপুরে এই পদ ও বিভাগ নেই। তাই ইন্সট্রাক্টর (প্রশিক্ষক) হিসেবে তাকে কোনো দায়িত্বপালন করা লাগে না মাহমুদা খাতুনকে। জনপ্রশাসন মন্ত্রীর চাপে তাকে প্রেষণে এখানে পদ না থাকা সত্ত্বেও বদলি করা হয়েছে। তাই কি করবেন অফিসে এসে? মাসে দুই একদিন অফিসে আসেন ঘুরতে। প্রায় ৫ বছর এভাবেই আছেন। নবম গ্রেড কর্মকর্তা হিসেবে তার সর্বসাকুল্যে বেতন, বোনাস, উৎসবভাতা মিলিয়ে গড়ে ১ লাখ টাকা পান।

এ প্রসঙ্গে সিনিয়র ইন্সটেক্টর (অফিস কাম ম্যানেজমেন্ট) কর্মকর্তা মাহমুদা খাতুন বলেন,‘সাবেক জনপ্রশাসনমন্ত্রী মেহেরপুরের এমপি ফরহাদ হোসেন আমার পরিচিত। মন্ত্রীর সুপারিশে আমি মেহেরপুরে প্রেষণে বদলি হয়ে এসেছি। আমি যে বিষয়ের প্রশিক্ষক এখানে সেই পদ ও বিভাগ নেই। তাই কাজ নেই। ফলে নিয়মিত অফিসে যাওয়া প্রয়োজন পড়ে না। স্যার কোনো কাজে অফিসে যেতে বললে আমি যাই।’

কাজ বা অফিস না করে বেতন উত্তোলন প্রসঙ্গে তিনি বলেন,‘পদ ও বিভাগ না থাকলে কি দায়িত্বপালন করবে একজন ইন্সট্রাক্টর (প্রশিক্ষক) ? থাকা না থাকা এটা আমার বিষয় না কর্তৃপক্ষের বিষয়।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

অসময়ে যমুনার রুদ্রমূর্তিতে আতঙ্কে দেড় শতাধিক পরিবার

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: অসময়ে আগ্রাসী যমুনা রুদ্রমূর্তি ধারণ করায় টাঙ্গাইল সদর উপজেলার চরপল্লী গ্রামের দশখাদা এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল

ট্রেনে কাটা পড়ে তেজগাঁও কলেজ শিক্ষার্থীর মৃত্যু

ঠিকানা টিভি ডট প্রেস: ফেনীতে ট্রেনে কাটা পড়ে জিএম রিংকু (২১) নামে তেজগাঁও কলেজের এক শিক্ষার্থী মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় শহরের আবুবক্কর সড়কের

পৌরসভা-ইউপিসহ শত পদে চলছে ভোট

নিজস্ব প্রতিবেদক: জেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের প্রায় ১০০ পদে সাধারণ ও শূন্যপদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজ রোববার (২৮ এপ্রিল) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ

শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে চেষ্টা করা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘এটার জন্য

এনায়েতপুরে তাঁতীদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  

মুক্তার হাসান,এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানা তাঁতীদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১৬মার্চ)বেতিল বাজারে এনায়েতপুর থানা যুবদলের সাবেক সভাপতি আতাউর রহমান

খাজা এনায়েতপুরী (রহঃ) এর ছোট ছাহেবজাদার ইন্তেকাল

বাবু মির্জা এনায়েতপুর: সিরাজগঞ্জের এনায়েতপুরে বিশ্ব বরেণ্য আউলিয়া, তাপসকুল শিরোমণি হযরত খাজা শাহ মোহাম্মদ ইউনুছ আলী  এনায়েতপুরী (রহঃ) সাহেবের ছোট ছাহেবজাদা হযরত খাজা মোঃ আব্দুল