
নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) ওমর ফারুককে একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে স্ট্যান্ড রিলিজ (বদলি) করা হয়েছে। তবে এই বদলিকে পর্যাপ্ত শাস্তি হিসেবে মানতে নারাজ ইউনিয়নবাসী। তারা বলছেন, ইউনিয়নের সার্বিক প্রশাসনকে পাশ কাটিয়ে দীর্ঘদিন ধরে তিনি একের পর এক অনিয়ম করে গেলেও এর সঠিক তদন্ত হয়নি।
অভিযোগ রয়েছে, স্থানীয় ইউপি সদস্য, ইউনিয়ন চেয়ারম্যান, এমনকি জেলা প্রশাসক (ডিসি), স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি), এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-কে পাশ কাটিয়ে এককভাবে নানা সিদ্ধান্ত গ্রহণ করতেন ওমর ফারুক। এতে প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব দেখা দেয়।
স্থানীয়দের অভিযোগ, ওমর ফারুকের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ, অনিয়মতান্ত্রিকভাবে সেবা প্রদান, কাগজপত্রে জালিয়াতি ও সঠিক প্রক্রিয়া অনুসরণ না করাসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে। এসব বিষয়ে তদন্ত না করে কেবল স্ট্যান্ড রিলিজ করাকে “চাপা দিয়ে ফেলা” বলেই মনে করছেন এলাকাবাসী।
তারা দাবি করছেন, বদলি করলেই দায় শেষ হয় না। দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ওমর ফারুকের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।
এর আগে ইউপি সদস্যদের কাছ থেকে ৩ মাসের বেতন আত্মসাৎ, সরকার পতনের পর রাস্তাঘাট মেরামত ও আগুনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহযোগিতায় বরাদ্দ দেওয়ার কথা বলে ভুয়া বিল ভাউচার দেখিয়ে ১লাখ ২৬হাজার টাকা অর্থ আত্মসাতের চেষ্টা, পিআইও এবং ইউএনওকে টাকা দেওয়া কথা বলে অবৈধভাবে অর্থ আত্মসাত, অন্যের ঠিকাদারী লাইসেন্স নিয়ে নিজেই বাস্তবায়ন, নামে মাত্র প্রকল্পের সভাপতি ও ঠিকাদার সাজিয়ে অর্থ উত্তোলন, নিজের বাড়ীর সামনেও ইচ্ছেমতো প্রকল্প সাজিয়ে বাস্তবায়ন। এছাড়া প্রত্যয়ন ও জন্ম মৃত্যু সংশোধন নিবন্ধনে অতিরিক্ত অর্থ আদায়, ভুয়া প্রকল্পে অর্থ আত্মসাত, উন্নয়ন সহায়তা কাজ নিয়ে ইউপি সদস্যদের সাথে দ্বন্ধ, ভারতীয় নাগরিককে জন্ম নিবন্ধনে সহায়তা, সরকার কর্তৃক বিনামূল্য টিসিবি কার্ডে অবৈধ উপায়ে টাকা উত্তোলন দু’ডজন খানেক গুরুত্বর অভিযোগ উঠেছে সিরাজগঞ্জ সদর উপজেলা ৪নং শিয়ালকোল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব)।
গত ৯ জুলাই স্থানীয় প্রশাসনের নির্দেশনায় সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) ওমর ফারুককে বদলি করে কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়ন পরিষদে পদায়ন করা হয়। একই আদেশে ভদ্রঘাট ইউপির প্রশাসনিক কর্মকর্তা নাজমুল হককে শিয়ালকোল ইউনিয়নে স্থলাভিষিক্ত করা হয়।
এ আদেশের পর মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে শিয়ালকোল ইউনিয়ন পরিষদ ভবনে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউপি প্রশাসকের কক্ষে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে সহকর্মী ও স্থানীয় প্রতিনিধিরা ওমর ফারুককে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর কর্মময় জীবনের সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানটি ছিল আবেগঘন; দীর্ঘদিন একসাথে কাজ করা সহকর্মীরা ওমর ফারুকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নতুন কর্মস্থলে তাঁর সফলতা কামনা করেন।