
অনেকে একজনের দোষ অন্যের কাছে বলে বেড়ায়। কারও ব্যক্তিগত এসব দোষ বা জীবনের কোনো ঘটনা অন্যের কাছে বলে বেড়ানো ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রকাশ করে দেয়। সত্য হলেও এসব দোষ বা ঘটনা বলা কি গুনাহ? ইসলাম এ সম্পর্কে কী বলে?
কারণ যা-ই হোক, একজনের দোষ অন্যের কাছে বলে বেড়ানো বা কারও ব্যক্তিগত দোষ বা ঘটনা প্রকাশ করা ঘৃণিত ও গর্হিত কাজ। ইসলামি শরিয়তের দৃষ্টিতে শুধু নিকৃষ্টই নয় বরং গুনাহের কাজ। কেননা আল্লাহ তাআলা নিজেই কোরআনুল কারিমে এ সম্পর্কে সুস্পষ্ট দিকনির্দেশনা দিয়েছেন এভাবে
হে মুমিনগণ! তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাক। নিশ্চয়ই কিছু ধারণা গুনাহ। আর গোপনীয় বিষয় অনুসন্ধান করো না। তোমাদের কেউ যেন কারও পেছনে নিন্দা না করে। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের মাংস খাওয়া পছন্দ করবে? বস্তুতঃ তোমরা তো একে ঘৃণাই কর। আল্লাহকে ভয় কর। নিশ্চয়ই আল্লাহ তওবা কবুলকারী, পরম দয়ালু।’ (সুরা হুজুরাত: আয়াত ১২)