অন্তরঙ্গ মুহূর্তে ব্যাঘাত ঘটায় ৬ মাসের শিশুকে হত্যা মায়ের স্বীকারোক্তি, রিমান্ডে তার প্রেমিক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্লবীর দিয়াবাড়ি এলাকায় মেট্রোরেলের পিলারসংলগ্ন লেকপাড় থেকে শিশুর লাশ উদ্ধারের ঘটনার নেপথ্যের রহস্য উদঘাটন করেছে পুলিশ। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, পরকীয়ার বলি হয়েছে ছয় মাস বয়সী আমেনা। শিশুটির কান্নাকাটির কারণে তার মা ও কথিত প্রেমিকের অন্তরঙ্গ মুহূর্তে ব্যাঘাত ঘটে। এতে ক্ষিপ্ত হয়ে তারা শিশুটিকে প্রথমে স্যুপের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে অচেতন করে। পরে বালিশ চাপা ও গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে আমেনাকে।’

হত্যাকাণ্ডের এক মাসের মাথায় শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ ঘটনায় জড়িত শিশুটির মা ফাতেমা বেগম ও তার প্রেমিক মো. জাফরকে শুক্রবার গভীর রাতে পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে ফাতেমা আজ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। জাফরকে ছয় দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পল্লবী থানা পুলিশ।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, গত ৬ ডিসেম্বর বিকেল সোয়া ৩টার দিকে দিয়াবাড়ির লেকপাড় থেকে একটি ব্যাগের মধ্যে কাপড়ে মোড়ানো অবস্থায় শিশুর মৃতদেহ পাওয়া যায়। সুরতহাল প্রতিবেদন তৈরির সময় পুলিশ দেখতে পায়, মৃতের গলায় সন্দেহজনক আঘাতের দাগ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পল্লবী থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে হত্যা মামলা করে।

তিনি জানান, তদন্তের একপর্যায়ে শিশুটির নাম-পরিচয় ও বয়স জানতে পারে। এরপর গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে পল্লবী এলাকা থেকে শিশুটির মা ফাতেমা বেগমকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন, নিবিড় তদন্ত ও ফাতেমাকে জিজ্ঞাসাবাদে নিশ্চিত হন, জাফর নামে এক ব্যক্তির সঙ্গে শিশুটির মায়ের পরকীয়া রয়েছে। এর জের ধরেই শিশু হত্যার ঘটনা ঘটে। ওই রাতেই জাফরকে গ্রেপ্তার করে পল্লবী থানা পুলিশ।’

তালেবুর রহমান আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার দুজনই বিবাহিত এবং পল্লবী এলাকায় বসবাস করেন। জাফর একটি পোশাক কারখানায় কাজ করেন। ফাতেমা আগে ওই কারখানায় কাজ করার সুবাদে জাফরের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ফাতেমার স্বামী গ্রিল মেকানিক হিসেবে কাজ করায় অনেক সময় তাকে কর্মসূত্রে বাসার বাইরে থাকতে হয়। এই সুযোগে তারা দীর্ঘদিন ধরে পরকীয়ায় লিপ্ত। গত ৫ ডিসেম্বর রাত ৮টায় জাফর অন্তরঙ্গ সময় কাটানোর উদ্দেশ্যে ফাতেমার বাসায় যান। ওই সময় শিশুটি কান্নাকাটি করলে তারা বিরক্ত হন। এ কারণে তারা শিশুটিকে নির্মমভাবে হত্যার পর বিছানার চাদর দিয়ে লাশ মুড়িয়ে কাপড়ের শপিং ব্যাগের ভেতর ঢোকায়। শেষে জাফর শপিং ব্যাগে করে লাশটি নিয়ে মেট্রোরেলের একটি পিলারের কাছে ফেলে আসে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চীনে ১০ দিন পর্যন্ত ভিসা ছাড়াই থাকতে পারবেন পর্যটকরা

অনলাইন ডেস্ক: বিদেশি পর্যটকদের প্রলুব্ধ করার জন্য ভিসা ছাড়াই দেশটিতে দর্শনার্থীদের সময় ব্যয় করার পরিমাণ তিনগুণ করেছে চীন। খবর সিএনএনের। চাইনিজ স্টেট অ্যাডমিনিস্ট্রেশন অব ইমিগ্রেশন

নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ, শিক্ষক হওয়া হলো না শহীদ আবু সাঈদের

ঠিকানা টিভি ডট প্রেস: ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র

শত দিনেও সড়ক দুর্ঘটনায় নিহতের স্বজনের খোঁজ মেলেনি 

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচির সায়দাবাদ-এনায়েতপুর আঞ্চলিক সড়কে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে অজ্ঞাত এক ব্যক্তি নিহতের ১০০ দির পার হলেও এখনও মেলেনি স্বজনদের খোঁজ। চলতি বছরের

উপজেলা চেয়ারম্যানপ্রার্থী ফকিরের সমর্থনে জাতীয় পার্টির সংবাদ সম্মেলন! 

রেজাউল করিম, স্টাফ রিপোর্টার”সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতিকের প্রার্থী আলহাজ্ব বদিউজ্জামান ফকির কে সমর্থন দিয়ে উপজেলা জাতীয় পার্টি। রবিবার (২৮

শূন্য থেকে কোটিপতি,রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ ক্যাসিনো সম্রাট বুলবুল

সিরাজগঞ্জ প্রতিনিধি: দিনের পর দিন বেড়েই চলেছে অবৈধ ক্যাসিনো এজেন্টদের সম্পদের পরিমান। কোনোভাবেই থামানো যাচ্ছেনা ক্যাসিনো সম্রাটদের কারসাজি। অবৈধ বেটিংসাইট পরিচালনা করে রাতারাতি আঙ্গুল ফুলে

‘যুক্তরাষ্ট্রে তুষারঝড়, বিদ্যুৎহীন ৫৭ হাজার মানুষ’

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া ও নেভাদায় ৩০৫ কিলোমিটার গতিবেগে ভয়াবহ তুষারঝড়ের আঘাতে প্রধান প্রধান রাস্তা বন্ধ হয়ে গেছে। এতে কমপক্ষে ৫৭ হাজার মানুষ