আন্তর্জাতিক ডেস্ক :হজের অনুমোদনহীন তিন লাখ মানুষকে পবিত্র মক্কা নগরী থেকে বের করে দিয়েছে সৌদি আরবের স্থানীয় কর্তৃপক্ষ। খবর আল আরাবিয়া।
সৌদির রাষ্ট্রীয় বার্তাসংস্থা এসপিএ জানিয়েছে, তিন লাখ মানুষকে মক্কা থেকে বের করে দেওয়া হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৫৩ হাজার ৯৯৮ জন বিদেশি নাগরিক। তারা হজের ভিসার বদলে ট্যুরিস্ট ভিসা নিয়ে সৌদিতে এসেছিলেন।
এছাড়া মক্কা থেকে আরও ১ লাখ ৭১ হাজার ৫৮৭ জনকে বের করে দেওয়া হয়েছে। তারা সৌদিতে বসবাস কররেও তাদের হজ করার অনুমতি নেই।
১৪ জুন থেকে শুরু হবে হজের মূল আনুষ্ঠানিকতা। ইসলামের পাঁচটি স্তম্ভের একটি হলো হজ। আর্থিক ও শারীরিকভাবে সক্ষম সকল মুসলিমের জীবনে একবার হলেও হজ করতে হবে। শনিবার (৮ জুন') পর্যন্ত ১৩ লাখ নিবন্ধিত হজযাত্রী সৌদিতে পৌঁছেছেন।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.