আন্তর্জাতিক ডেস্ক: চীনের উত্তর-পশ্চিম জিনজিয়াং প্রদেশের কাছে নিউ আকসু অঞ্চলে একটি ৫.০ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শুক্রবার (২৬ জানুয়ারি’) জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স (জিএফজে) এর বরতে ভলকানো ডিসকভার এ তথ্য জানিয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। মূলত অগভীর ভূমিকম্পগুলো গভীর ভূমিকম্পের চেয়ে বেশি শক্তিশালী হয়। প্রাথমিকভাবে ভূমিকম্পের কারণে কোনো উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি। তবে স্থানীয়দের কাছে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে।
এর আগে, চীনের জিনজিয়াং এবং কিরগিস্তান সীমান্তে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল চীনের উত্তরপশ্চিমের জিনজিয়াং অঞ্চলের পাহাড়ি সীমান্ত এলাকা উশি কাউন্টিতে, মাটির ২২ কিলোমিটার গভীরে।’