৩০০ কোটি টাকা বিলিয়ে দিতে লোক খুঁজছেন এই কোটিপতি

ঠিকানা টিভি ডট প্রেস: উত্তরাধিকারসূত্রে পাওয়া ২ কোটি ৫০ লাখ ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০০ কোটি টাকার সম্পদের উত্তরাধিকারী পেতে অভিনব উপায় খুঁজছেন অস্ট্রিয়ার এক কোটিপতি। দাদি ত্রদেল এংগেলহর্ন-ভেচিয়াত্তের কাছ থেকে পাওয়া বিপুল পরিমাণের এ সম্পদ ব্যয় করার কোনো খাত খুঁজে পাচ্ছেন না মারলিন এংগেলহর্ন (৩১)

ভিয়েনার বাসিন্দা মারলিন, জার্মানির রাসায়নিক ও ফার্মাসিউটিক্যাল কোম্পানি বিএএসএফের প্রতিষ্ঠাতা ফ্রেডরিখ এংগেলহর্নের বংশধর

২০২২ সালের সেপ্টেম্বরে দাদি মারা যাওয়ার পর এংগেলহর্ন উত্তরাধিকার সূত্রে বিপুল পরিমাণ অর্থ পান। এই অর্থ নিজে ভোগ না করে বিলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মারলিন। এ লক্ষ্যে তিনি গুড কাউন্সিল ফর রিডিস্ট্রিবিউশন নামে একটি উদ্যোগ নিয়েছেন যেখানে অস্ট্রিয়ার নাগরিকদের অংশ নিতে বলেছেন।

মারলিন বলেন, ‘আমি কোনো ধরনের শ্রম না দিয়েই উত্তরাধিকার সূত্রে বিপুল পরিমাণ সম্পদ ও ক্ষমতা পেয়েছি। আর রাষ্ট্র এ সম্পদের ওপর কোনো করও নিচ্ছে না।’ ২০০৮ সালে অস্ট্রিয়া সরকার উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির ওপর থেকে কর প্রত্যাহার করে।

গত বুধবার (১৭ জানুয়ারি’) ১৬ বছর বয়স বা এর বেশি বয়সের ১০ হাজার মানুষকে মারলিনের এ উদ্যোগে অংশ নিতে আমন্ত্রণ পাঠানো হয়। এদের মধ্যে বিভিন্ন বয়সের, প্রদেশের, সামাজিক শ্রেণির এবং পেশার ৫০ জনকে বেছে নেওয়া হবে। তাঁরা সমাজের কল্যাণে অর্থ ব্য়য়ের পরিকল্পনা তৈরি করবেন।’

যাদের চূড়ান্তভাবে নির্বাচন করা হবে তাঁদের নিয়ে নিয়মিত বৈঠক হবে। প্রতি সপ্তাহান্তে তাঁরা প্রত্যেকে পাবেন ১ হাজার ২০০ ইউরো। প্রয়োজন অনুসারে, তাঁদের শিশুর দেখভাল করা এবং দোভাষীরও ব্যবস্থা করা হবে।

এভাবে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়াকে ‘গণতন্ত্রের সেবা’ বলেই মনে করছেন মারলিন।

তিনি বলেন, বৈঠকে কোনো সিদ্ধান্ত পাসের ক্ষেত্রে তাঁর ভেটো দেওয়ার অধিকার থাকবে না। মারলিন বলেন, ‘আমি আমার সম্পদ এই ৫০ জনের সামনে রাখছি এবং তাঁদের ওপর আস্থা রাখছি।’

যদি এ ৫০ জন অর্থ ব্যয়ের উপায় হিসেবে কোনো ধরনের সিদ্ধান্তে আসতে না পারেন তবে এ অর্থ এংগেলহর্ন পরিবারের কাছেই আবার ফিরিয়ে দেওয়া হবে।

এক বিবৃতিতে মারলিন বলেন, ‘যদি রাজনীতিকেরা তাঁদের কর্তব্য পালন না করেন এবং সম্পদ পুনর্বণ্টন না করেন, তবে আমাকেই আমার সম্পদ পুনর্বণ্টন করতে হবে। পূর্ণকালীন চাকরি করেও অনেকে মৌলিক চাহিদা মেটাতে পারেন না। উপার্জনের প্রত্যেক ইউরোর বিপরীতে তাঁদের সরকারকে কর দিতে হয়। আমি এটিকে রাজনীতির ব্যর্থতা হিসেবে দেখি। যখন রাজনীতি ব্যর্থ হয় তখন নাগরিকদের নিজেকেই নিজেদের দায়িত্ব নিতে হয়।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মাদ্রাসা নিয়োগে অনিয়মের অভিযোগে  ডিসি-ইউএনওসহ ১১ জনের নামে আদালতে মামলা 

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে ঘুষ নিয়ে গোপন পরীক্ষার মাধ্যমে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার গোন্তা আলিম মাদ্রাসা চার প্রার্থীকে নিয়োগ দেওয়ার অভিযোগে জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী

রাজশাহীতে পুলিশ কর্মকর্তার পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!

রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানাধীন মালোপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) ইফতেখায়েরের পুরুষাঙ্গ কেটেছেন তার স্ত্রী। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা

সমবায় সমিতির নির্বাচনে মনোনয়ন তুললেন সভাপতি পদে ৫,সম্পাদক পদে ৩ জন

মুক্তার হাসান,এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার ঐতিহ্যবাহী এনায়েতপুর হাটে অবস্হিত বহুল কাঙ্খিত এনায়েতপুর হাট বণিক সমবায় সমিতির এি বার্ষিক নির্বাচন হতে যাচ্ছে,এ উপলক্ষ্যে গত মঙ্গলবার

ইসরায়েল থেকে ঢাকায় ফ্লাইট: যে ব্যাখ্যা দিলো বেবিচক

ইসরায়েলের রাজধানী তেল আবিব থেকে সম্প্রতি সরাসরি ঢাকায় দুইটি ফ্লাইট অবতরণ করে। এ নিয়ে ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বেবিচকের উপ-পরিচালক (জনসংযোগ)

জে কারণে শেখ মুজিবের বাড়িতে আগুন দিল জনতা? আলজাজিরার ভয়াবহ তথ্য

অনলাইন ডেস্ক: ব্যাপক গণঅভ্যুত্থানের ফলে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের ছয় মাস পূর্ণ হয়েছে। এরপর গত বুধবার রাতে হাসিনার প্রয়াত পিতা এবং দেশের স্বাধীনতার

সিরাজগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত 

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে সিরাজগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। শনিবার (৮ মার্চ-২০২৫) বিকেল