বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ আওয়ামী ফ্যাসিস্ট সরকারের নির্দেশে ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠা নিয়ে নৃশংস হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার পূর্বক বিচারের দাবীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঁশখালী পৌরসভা জামায়াতের সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোমবার (২৮ অক্টোবর) বিকেলে পৌরসভাস্থ চৌধুরী নিউ মার্কেট চত্বরে এ সমাবেশ অনুষ্টিত হয়। পৌরসভা জামায়াতের আমির অধ্যক্ষ আবু তাহের এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাও আরিফ উল্লাহ।
পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাও মামুনুর রশীদ এর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা জামায়াতের নায়েবে আমীর মাও শহিদুল্লাহ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাঁশখালী পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কাজী এমরানুল, যুব বিভাগের সভাপতি মাও হোবাইবুর রহমান ফজলী।
এ সময় তারা ঐতিহাসিক ২৮ অক্টোবরে খুনি হাসিনার নির্দেশে আওয়ামী লীগের লগি-বৈঠার নৃশংসতায় জড়িত সকল খুনিদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবী জানান।