২৮৬ বিয়ে করা জাকিরের বিষয়ে এবার যা জানালেন গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক: ১৪ বছরে প্রতারণার মাধ্যমে ২৮৬ বিয়ে করে আলোচিত জাকির হোসেন বেপারি তার গ্রামে একজন দানশীল ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। লালমনিরহাটের আদিতমারী উপজেলার জাকির বিয়ের রেকর্ড গড়লেও শেষ সময়ে পেয়েছেন শুধুই তিক্ততা। ধর্ষণ মামলায় কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে তিনি গত ২০ জানুয়ারি হাসপাতালে মারা যান। কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ কালবেলাকে বলেন, আসামি জাকিরকে অন্য কারাগার থেকে চিকিৎসার জন্য কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে মারা যান তিনি। কারাবিধি অনুযায়ী পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।’

জাকিরের গ্রামের বাড়ি গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মৃত পনির হোসেন বেপারির ছোট ছেলে জাকির হোসেন এলাকায় একজন দানশীল ও মার্জিত স্বভাবের ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। ঢাকায় গিয়ে নাম পরিবর্তন করে জাকির হোসেন রাব্বি হয়ে যান। রাজধানীর বড় একটি কোম্পানিতে চাকরি করতেন এবং বিভিন্ন স্থানে নিজেকে উচ্চশিক্ষিত বলে পরিচয় দিতেন তিনি। ঈদ ও শীতকালে এলাকায় এসে খাদ্যসামগ্রী আর শীতবস্ত্র বিতরণ করতেন। গ্রামের অভাবী মানুষকে অর্থ সহায়তা করতেন। জাকিরের বহু বিয়ের আড়ালে আসল উদ্দেশ্য ছিল অর্থ আয় করা। ওই অর্থ দিয়েই গ্রামের দোচালা টিনের ঘর থেকে গড়ে তোলেন পাকা বাড়ি। বোনদের বিয়ে দিয়েছেন ভালো ঘর দেখে। সম্প্রতি বেশ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করে ছোটবোনের বিয়ে দেন জাকির। তার বহু বিয়ের খবর এলাকাবাসীর অনেকেই জানেন না।

স্বজনরা জানান, তাদের কাছে জাকিরের তিনটি বিয়ের খবর আছে। প্রায় ১৪ বছর আগে বাবা পনির হোসেন মারা যান। চার ভাই ও ছয় বোনের মধ্যে জাকির ছিলেন সবার ছোট। জানা যায়, ১৪ বছর আগে বাবা মারা যাওয়ার পর পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করা জাকির এক আত্মীয়ের মাধ্যমে ঢাকায় চলে যান। এরপর শুরু হয় তার কৌশলী জীবন। সুদর্শন জাকির নিজেকে বিভিন্নভাবে উপস্থাপন করে নারীদের আকৃষ্ট করে বিয়ে করে টাকা হাতিয়ে নিয়ে আত্মগোপনে চলে যেতেন। আবার নতুন স্থানে গিয়ে পরিচয় গোপন রেখে আবারও বিয়ে করতেন।গত ২০১৯ সালে রাজধানীর মিরপুরের এক নারীর ধর্ষণ মামলায় জাকিরকে গ্রেপ্তার করে পুলিশ। সেই থেকে জেলেই ছিলেন তিনি। পরে একাধিক নারীর মামলায় তাকে রিমান্ডে নিলে জবানবন্দিতে ১৪ বছরে ২৮৬টি বিয়ে করার কথা স্বীকার করেন তিনি। বিভিন্ন পত্রপত্রিকায় এ খবর চলে এলে প্রকাশ পায় জাকিরের আসল পরিচয়। তার প্রতিবেশী হিরণ প্রামাণিক জানান, জাকিরকে আমরা গ্রামবাসী ভালো মানুষ হিসেবেই জানি। মাঝেমধ্যে এলাকায় এসে গরিব মানুষকে সাহায্য-সহযোগিতা করতেন। তার আত্মীয় স্থানীয় ইউপি সদস্য মেহেরুল ইসলাম জানান, আমরা তার তিনটি বিয়ের খবর জানি। তিনি যে এত বিয়ে করেছেন, আমরা জানি না। গত ১৮ জানুয়ারি কারাগারে অসুস্থ হয়ে পড়লে জাকিরকে ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেলে নেওয়া হয়। সেখানেই ২০ জানুয়ারি মারা যান তিনি। এরপর গ্রামে তার মরদেহ দাফন করা হয়।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শেখ হাসিনার চীন-ভারত ‘ব্যালেন্স ডিপ্লোমেসি’’

নিজস্ব প্রতিবেদক: টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর শেখ হাসিনা আগামী ২১ ও ২২ জুন নয়াদিল্লিতে সরকারি সফরে যাবেন। এটি হবে তার প্রথম দ্বিপাক্ষিক

অর্থনৈতিক সংকট বিপৎসীমা অতিক্রম করছে

নিজস্ব প্রতিবেদক: ক্রমশ তীব্র হচ্ছে অর্থনৈতিক সংকট। এক লাফে ডলারের দাম ৭ টাকা বৃদ্ধি, ব্যাংক ঋণের সুদের হার বাজারের ওপর ছেড়ে দেওয়া সহ বিভিন্ন সিদ্ধান্ত

ক্ষমতাসীনদের চীন সফর: নজর রাখছে ভারত-যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ এবং তার আদর্শিক জোট ১৪ দলের নেতাদের চীন সফরে হিড়িক পড়েছে। আওয়ামী লীগ এবং তার সমমনা রাজনৈতিক দলগুলোর এই চীন সফরকে

খণ্ডবিখণ্ড দেহাংশ এমপি আনারের, ডিএনএ টেস্টের রিপোর্ট মিলেছে মেয়ের সঙ্গে

ঠিকানা টিভি ডট প্রেস: কলকাতায় খুনের শিকার ঝিনাইদহ-৪ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মরদেহের খণ্ডাংশের সঙ্গে তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সদস্য হিসেবে যুক্ত হলেন আরও ১২ জন 

নিজস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জে কর্মরত ১২ জন গণমাধ্যম কর্মীকে ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাবের নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জ প্রেসক্লাব ভবনে ফুলেল

হাজির হচ্ছেন না বেনজীর,সময় চাইবেন আইনজীবী

নিজস্ব প্রতিবেদক: বহুল আলোচিত, বিতর্কিত পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ আগামী ৬ জুন দুর্নীতি দমন কমিশনে হাজির হচ্ছেন না। আগামী ৯ জুন তার পরিবারের কোন