আন্তর্জাতিক ডেস্ক: ২০০২ সালের কথা। মার্কিন পর্বতারোহী উইলিয়াম স্টাম্পফল পেরুর বরফে আচ্ছাদিত হুয়াসকারান পর্বতে আরোহণ করতে গিয়ে নিখোঁজ হন। দীর্ঘ ২২ বছর পর অবশেষে তাঁর মরদেহের সন্ধান মিলেছে। গতকাল সোমবার পেরুর পুলিশ জানায়, স্টাম্পফল তুষারের নিচে চাপা পড়ে ছিলেন। জলবায়ু পরিবর্তনের কারণে বরফ গলে যাওয়ায় তাঁর দেহাবশেষ বেরিয়ে এসেছে।
২০০২ সালের জুনে হুয়াসকারান পর্বতে তুষারঝড়ের কবলে পড়েন স্টাম্পফলসহ আরও কয়েকজন পর্বতারোহী। ৬,৭০০ মিটার উচ্চতার (২২,০০০ ফুট) এই পর্বতে তখন উদ্ধার অভিযানও চালানো হয়েছিল, কিন্তু স্টাম্পফলকে খুঁজে পাওয়া যায়নি। নিখোঁজ হওয়ার সময় স্টাম্পফলের বয়স ছিল ৫৯ বছর। পেরুর পুলিশ জানায়, আন্দেসের কর্দিলেরা ব্লাঙ্কা রেঞ্জে বরফ গলার ফলে স্টাম্পফলের মরদেহ দৃশ্যমান হয়েছে।’
পুলিশের প্রকাশিত ছবিতে দেখা গেছে, ঠান্ডার কারণে স্টাম্পফলের মরদেহ, তাঁর পোশাক, সাজসজ্জা, এবং পায়ের জুতা ভালোভাবে সংরক্ষিত আছে। স্টাম্পফলের পাসপোর্টও তাঁর সাথে পাওয়া গেছে, যা তাঁর পরিচয় শনাক্তে সহায়ক হয়েছে।
পেরুর উত্তর-পূর্বাঞ্চলে হুয়াসকারান ও কাশানের মতো বরফাবৃত পর্বতগুলি পর্বতারোহীদের জন্য আকর্ষণীয় গন্তব্য। সেখানে এক ইসরায়েলি পর্বতারোহীর মরদেহ নিখোঁজ হওয়ার এক মাস পর গত মে মাসে উদ্ধার করা হয়েছিল। এছাড়াও, গত মাসে আরেকটি দুর্ঘটনায় ইতালির এক পর্বতারোহীর মরদেহ উদ্ধার করা হয়, যিনি আন্দিয়ানের আরেকটি পর্বতে উঠার চেষ্টা করছিলেন।’