
নিজস্ব প্রতিবেদক: ছাগল-কাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সদ্য সাবেক সদস্য মতিউর রহমানের প্রথম স্ত্রী ও নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকি ১৪ দিন পর প্রকাশ্যে এসেছেন।
বৃহস্পতিবার (২৭ জুন’) বেলা সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত উপজেলা পরিষদ কার্যালয়ে এসএসসি পরীক্ষা এবং বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সম্পর্কিত দুটি প্রস্তুতি সভায় অংশ নেন লায়লা কানিজ লাকী। ওই সময় সেখানে সাংবাদিকদের উপস্থিতি চাননি তিনি। তাই সাংবাদিকদের সভাকক্ষে যেতে দেওয়া হয়নি। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সরকারি বিভিন্ন স্তরের কর্মকর্তারা ছিলেন।
সভা শেষে দুপুর ১টার দিকে একটি কালো পাজেরো গাড়িতে করে উপজেলা পরিষদ থেকে বের হয়ে যান লায়লা কানিজ লাকী। তবে তখনও তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। তবে ওই সময় লাকীকে বলতে শোনা যায়, ‘পাছে লোকে কত কিছুই বলে। তাতে আমার কোনো কিছু আসবে যাবে না।’
উল্লেখ্য, মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকী। তিনি নরসিংদী রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান। সরকারি তিতুমীর কলেজের সহযোগী অধ্যাপকের চাকরি ছেড়ে ২০২২ সালে রাজনীতিতে এসেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান হন লায়লা কানিজ। আছেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদকের দায়িত্বে। ছাগলকাণ্ডর পর তার নামে থাকা অঢেল সম্পদের বিবরণ শুনে বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয় ব্যক্তিরা।
এর আগে গত ঈদুল আজহার তিন দিন আগে (১৩ জুন) সর্বশেষ অফিস করেন লায়লা কানিজ লাকি। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছাগল-কাণ্ডে ব্যাপক আলোচিত-সমালোচিত হন রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকি ও তাঁর পরিবারের সদস্যরা। ছাগল-কাণ্ডের পর থেকে লায়লা কানিজ লাকি জনসমক্ষে আসা বন্ধ রাখেন। বিভিন্ন মাধ্যমে চেষ্টা করেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি।
এদিকে, গোয়েন্দা নজরদারির মধ্যে রাজধানীর নিজ বাসাতেই মতিউর রহমান অবস্থান করছেন বলে একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন।’