নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ীতে একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহানের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৭ এপ্রিল’) রাত ৮টার দিকে দক্ষিণ যাত্রাবাড়ী এলাকার রংধনু আবাসিক হোটেলের ২১০ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ওই নারীর নাম সামিনা রহমান। তিনি প্রয়াত চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমানের মেয়ে। পারিবারিক কলহের জেরে তিনি হতাশার মধ্যে ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
এএসপি মধুসূদন দাস জানান, সামিয়া রহমান উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর রোডে স্বামী তানিমের সঙ্গে থাকতেন। তার বাবা চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান। রোববার দুপুরে ওই আবাসিক হোটেলে উঠেন সামিয়া। ইফতারের আগে হোটেল বয়কে টাকা দিয়ে ইফতারি আনতে বলেন। পরে তিনি ইফতার নিয়ে এসে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজার ফাঁক দিয়ে দেখেন তার লাশ ঝুলে আছে। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।’