হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে যুক্তরাষ্ট্রের ৫ সেনা নিহত’

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে পাঁচ নৌসেনা নিহত হয়েছেন। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, হেলিকপ্টারটি নাভাদা থেকে ক্যালিফোর্নিয়া যাচ্ছিল। এ সময় সান ডিয়াগোর বাইরে প্রত্যন্ত এলাকায় তুষার ঝড়ের কবলে পড়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। এটি ইউএস মেরিন কার্পোস-এর প্রশিক্ষণ হেলিকপ্টার ছিল। শুক্রবার (০৯ ফেব্রুয়ারি’) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইউএস মেরিন ক্রপস জানিয়েছে, সিএইচ-৫৩ই সুপার স্ট্যালিয়ন হেলিকপ্টারটি ক্যালিফোর্নিয়ার মিরামারে মেরিন ক্রপস এয়ার স্টেশন অভিমুখে রওনা হয়েছিল। পরে এটি সান ডিয়াগোর পূর্বে একটি পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়।

এক বিবৃতিতে থার্ড মেরিন এয়ারক্রাফট উইংয়ের কমান্ডার মেজর জেনারেল মাইকেল বোর্গস্কাচল জানান, আমাদের থার্ড মেরিন এয়ারক্রাফট উইং এবং ফ্লাইং টাইগারের প্রশিক্ষণ চলাকালে পাঁচ সেনা নিহত হয়েছেন।

এদিকে হেলিকপ্টারটি বিধ্বস্ত হলেও এখনও সব সেনার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।’

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সেনা নিহতের ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতি দিয়েছেন। তিনি বলেন, আমি নিহতদের পরিবার, স্কোয়াড্রন এবং মেরিন ক্রপসের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমাদের পাঁচজন সেনা হারানোয় আমি দুঃখ প্রকাশ করছি।

সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি মার্কিন বিমান ও হেলিকপ্পার বিধ্বস্ত হয়েছে। সর্বশেষ দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছেল।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, যুদ্ধবিমানটি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত গুনসান বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করে। একপর্যায়ে জিকডো দ্বীপের কাছে গিয়ে সাগরে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার আগেই পাইলট জরুরি বহিঃগমনের মাধ্যমে বের হতে সক্ষম হন। পরে দক্ষিণ কোরিয়ার কোস্ট গার্ডের সদস্যরা তাকে উদ্ধার করেন।

এর আগে গত নভেম্বরে পূর্ব ভূমধ্যসাগরে দুর্ঘটনার শিকার হয়ে একটি মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। প্রশিক্ষণের সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ইউরোপীয় কমান্ড (ইইউকম)

এক বিবৃতিতে ইইউকম জানিয়েছে, প্রশিক্ষণের সময় পূর্ব ভূমধ্যসাগরে দুর্ঘটনার শিকার হয়ে একটি মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। তবে বিমানে থাকা ক্রু সদস্যদের পরিণতি কী হয়েছে তা জানায়নি ইইউকম। তবে কী কারণে এই বিমান বিধ্বস্ত হয়েছে তা তদন্ত করছে মার্কিন সেনাবাহিনী।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যশোরে ১০৩৯ প্রাইমারি স্কুলে শহিদমিনার নেই

জেমস আব্দুর রহিম রানা: যশোরে এক হাজার ২৮৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে মাত্র ২৫০ টি প্রাথমিক বিদ্যালয়ে শহিদমিনার রয়েছে। বাকি এক হাজার ৩৯ টিতে শহিদমিনার

ভূঞাপুরে সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ভূঞাপুরে সংবাদ সম্মেলনের প্রতিবাদে রবিবার (২৯ সেপ্টেম্বর) ভূঞাপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাকসুদ

সিরাজগঞ্জে ৩৩৮০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ বাবা-মেয়েকে গ্রেফতার করেছে র‌্যাব-১২

মো:মাসুদ রানা. সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে মাদক বিরোধী অভিযান চালিয়ে অভিনব কায়দায় সবজির বস্তার ভিতরে মাদক বহনকালে ৩৩৮০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ বাবা ও মেয়েকে গ্রেফতার

চৌহালীর শ্রেষ্ঠ শিক্ষক হলেন রুবেল আক্তার

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের চৌহালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উদযাপন উপলক্ষ্যে  উপজেলা পর্যায়ে (মাদ্রাসা) শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক মনোনীত হলেন রুবেল আক্তার। তিনি এনায়েতপুর ইসলামিয়া ফাজিল সিনিয়র মাদ্রাসার

আগুনের ঝুঁকিতে গোটা যশোর, কোন ভবনেই মানা হচ্ছে না ফায়ার সেফটি প্লান

জেমস আব্দুর রহিম রানা: অগ্নিকান্ডের ঝুঁকিতে রয়েছে গোটা যশোর। শহরের প্রায় কোন ভবনেই মানা হচ্ছে না ফায়ার সেফটি প্লান। বহুতল ভবন, বাণিজ্যিক সুপার মার্কেট, হোটেল

কুমিল্লায় ভোটকেন্দ্রে গুলিবিদ্ধ’ ২

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সিটি কর্পোরেশন উপনির্বাচনে ভোটগ্রহণকালে দুই পক্ষের গোলাগুলিতে ২ জন গুলিবিদ্ধ হয়েছে। আহত দুজনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।