হাসপাতালে অচল পড়ে আছে কোটি টাকার যন্ত্রপাতি, সেবা থেকে বঞ্চিত রোগীরা

নিজস্ব প্রতিবেদক: উদ্বোধনের প্রায় ২ বছর পর হলেও এখনও অচল পড়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে সুপার স্পেশালাইজড হাসপাতালের যন্ত্রপাতি। এ হাসপাতালের জন্য ২৮৩ কোটি টাকার যন্ত্র কেনা হলেও তা পড়ে আছে অচল অবস্থায়। এতে সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা।

জানা যায়, ২০২২ সালের ১৪ সেপ্টেম্বর ৭৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ হাসপাতালে নিয়মিত প্রায় ৫০ জনের মতো রোগী ভর্তি থাকে। দৈনিক সর্বোচ্চ ১০০টি পরীক্ষা-নিরীক্ষা করা হয়। বহির্বিভাগে দৈনিক গড়ে ৫০০ জনের সেবা দেওয়ার লক্ষ্য থাকলেও এখন সেবা পান মাত্র ১২৫ রোগী।’

এ হাসপাতালের বিভিন্ন বিভাগে রয়েছে ১৪টি অত্যাধুনিক অপারেশন থিয়েটার, ১০০ শয্যার আইসিইউ, জরুরি বিভাগে আছে ১০০টি শয্যা, আছে ভিভিআইপি কেবিন ৬টি, ভিআইপি কেবিন ২২টি এবং ডিলাক্স শয্যা ২৫টি। সেন্টার ভিত্তিক প্রতিটি ওয়ার্ডে স্থাপন করা হয়েছে ৮টি করে শয্যা। হাসপাতালটিতে রয়েছে নিউম্যাটিক টিউব যার মাধ্যমে রক্ত সংগ্রহের পর স্বয়ংক্রিয়ভাবে নির্দেশিত বিভাগে চলে যায়।’

কিন্তু কোনো বিভাগেই নিজস্ব জনবল না থাকায় প্রায় সব সেবাই ব্যাহত হচ্ছে। তাই রোগী সেবার যে উদ্দেশ্য নিয়ে সুপার স্পেশালাইজড হাসপাতাল তৈরি করা হয়েছিল তা ব্যর্থ হতে চলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন, সুপার স্পেশালাইজড হাসপাতাল চালু করতে স্বাস্থ্য মন্ত্রণালয়, বিএসএমএমইউসহ সব পক্ষকে নিয়ে সভা করেছি। পরবর্তী বৈঠকে হয়তো নিয়োগের বিষয়গুলো চূড়ান্ত করা হবে। আশাকরছি সবার আন্তরিক চেষ্টায় হাসপাতালটি পুরোদমে চালু করে রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যাবে।’

স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিএসএমএমইউ সূত্র জানিয়েছে, ভুল ব্যবস্থাপনা, জনবল নিয়োগে অনিয়ম-দুর্নীতির কারণে চাহিদার ৮৬ শতাংশ কম জনবল দিয়ে ধুঁকে ধুঁকে চলছে দক্ষিণ কোরিয়ার অর্থায়নে গড়ে ওঠা বিশেষায়িত এ হাসপাতাল। নিয়োগ জটিলতা না কাটলে পূর্ণাঙ্গ সেবা চালু সম্ভব নয়। অবকাঠামো নির্মাণ ও যন্ত্রপাতি কেনা বাবদ খরচ হয়েছে দেড় হাজার কোটি টাকা।

এর মধ্যে ৪০৩ রকমের ৬ হাজার ৬১২টি চিকিৎসাযন্ত্র কেনা হয়েছে ২৮৩ কোটি টাকায়। এসব যন্ত্রপাতি ২০২২ সালের আগস্ট ও ডিসেম্বরে দুই ধাপে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে সরবরাহ করে দক্ষিণ কোরিয়ান বেসরকারি ব্যবসায়িক প্রতিষ্ঠান স্যামসাং। যন্ত্রগুলো সেবার উপযোগী থাকলেও জনবল না থাকায় ৯০ শতাংশ যন্ত্রপাতি এক দিনও ব্যবহার হয়নি।

এসব যন্ত্রের সর্বোচ্চ মেয়াদ রয়েছে তিন বছর। ফলে ব্যবহারের আগেই শেষ মেয়াদের প্রায় দুই বছর। আগামী বছরের ডিসেম্বরের মধ্যে জনবল সংকটের সমাধান না হলে যন্ত্র রক্ষণাবেক্ষণে নতুন করে টাকা খরচ করতে হবে সরকারকে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

১৫দিনের মধ্যে প্রশিক্ষিত ডুবুরি ইউনিট চালুর আলটিমেটাম- বিএনপি নেতা বাচ্চু

নজরুল ইসলাম: উত্তর বঙ্গের প্রবেশদার যমুনা বিধৌত সিরাজগঞ্জ জেলা। এখানকার অধিকাংশ মানুষের নদী পাড়ের বসবাস। নদী পানিই এখানকার মানুষের যেমন কল্যাণের তেমনি কখনো কখনো অকল্যাণকর।

হজ করতে গিয়ে সাড়ে পাঁচ শতাধিক মৃত্যু, বাংলাদেশি ২১ জন

আন্তর্জাতিক ডেস্ক: প্রখর তাপপ্রবাহ ও অসহনীয় গরমের জেরে সৌদি আরবের মক্কায় চলতি বছরের হজে মৃত্যু হয়েছে ৫৭৫ জনেরও বেশি হজযাত্রীর। সৌদি প্রশাসনের বরাত দিয়ে মঙ্গলবার

দুদকের নামে ভয়ঙ্কর চাঁদাবাজির ফাঁদ

নিজস্ব প্রতিবেদক: একটি অপ্রচলিত দৈনিকে কিছুদিন আগে একজন নির্বাচিত সংসদ সদস্যের বিরুদ্ধে একটি মনগড়া ভিত্তিহীন সংবাদ পরিবেশিত হলো। সংবাদটি প্রকাশের পর এ নিয়ে তেমন কোনও

সাবেক পানিসম্পদমন্ত্রী আটক 

নিজস্ব প্রতিবেদক: সাবেক পানিসম্পদমন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে আটক করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে তার পরিবার। শুক্রবার (১৬ আগস্ট:)

দিল্লির একটি গ্রোসারিতে দেখা গেলো সাবেক এসবি প্রধান মনিরুল ইসলামকে

নিজস্ব প্রতিবেদক: দিল্লির একটি গ্রোসারিতে দেখা গেছে সাবেক এসবি প্রধান মনিরুল ইসলামকে। রবিবার বিকেলে কিছু নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কেনার সময় ক্যামেরা বন্দি হন শেখ হাসিনার সময়কার

এই পোস্ট দেওয়ার পর আমি মারা গেলে মানুষ জানুক কেন মারা গিয়েছি: হাসনাত আবদুল্লাহ

অনলাইন ডেস্ক:আওয়ামী লীগের ফিরে আসায় সমঝতা করতে ছাত্র নেতাদের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ও জাতীয় নাগরিক পার্টির