ইসলামী আন্দোলনের জন্য প্রিয় রাহবার হাজী আঃ মান্নানের অবদান,ত্যাগ ও কুরবানী অপরিসীম। মাওলানা রফিকুল ইসলাম খাঁন.
আরিফুল ইসলাম সোহেল,বেলকুচি (সিরাজগঞ্জ) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওঃ রফিকুল ইসলাম খাঁন বলেছেন;দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে আল কুরআনের পথ ধরে হাজী আঃ মান্নান ছিলেন এক আপোষহীন অগ্রসেনানী ও দ্বীনের পথে দা’ঈ। সম্প্রতি,চলমান আন্দোলন,সংগ্রামে তার আপোষহীন ভূমিকা ছিল অগ্রগামী। জুলুম আর শত নির্যাতনের পরেও তিনি কখনোই ইসলামী আন্দোলনের পথ থেকে বিচ্যূত হননি। তাই,আমি স্বাক্ষী দিচ্ছি,
ইসলামী আন্দোলনের জন্য প্রিয় রাহবার হাজী আঃ মান্নানের অবদান,ত্যাগ ও কুরবানী অপরিসীম।
আজ মঙ্গলবার,বাংলাদেশ জামায়াতে ইসলামী,বেলকুচি উপজেলার সাবেক সেক্রেটারী ও নায়েবে আমীর,বর্তমান বেলকুচি পৌরসভার নায়েবে আমীর বিশিষ্ট ব্যবসায়ী,সমাজ সেবক ও রাজনীতিবিদ হাজী আব্দুল মান্নানের জানাযা পূর্ব সমাবেশে সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি,হাজী আঃ মান্নানের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ও তার রুহের মাগফেরাত কামনা করেন। সেইসাথে,মরহুমের সকল দ্বীনি খেদমত,ত্যাগ ও কুরবানী কবুল করে তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম:জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করার জন্য উপস্থিত হাজার হাজার জনতাকে সাক্ষী রেখে মহান আল্লাহর দরবারে দোয়া করেন। জানাজার নামাজের ইমামতি করেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
মঙ্গলবার, সকাল ৮ টায়,বেলকুচি সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত জানাযা পূর্ব সমাবেশে সংক্ষিপ্তভাবে আরো বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী,
কেন্দ্রীয় মজলিশে শু’রা সদস্য,সিরাজগঞ্জ জেলা আমীর অধ্যক্ষ মাওঃ শাহীনূর আলম,জেলা নায়েবে আমীরদ্বয় মোঃ আলী আলম,মাওঃ আব্দুস ছালাম,
জেলা সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম,
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মোঃ মাহিন সরকার,বেলকুচি প্রেসক্লাবের সভাপতি বীরমুক্তিযোদ্ধা গাজী সাইদুর রহমান,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বেলকুচি উপজেলা সাবেক সভাপতি হাজী জামালউদ্দীন ভূঁইয়া,বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান,
বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল,
উল্লাপাড়া উপজেলা আমীর অধ্যাপক শাহজাহান আলী,এনাতপুর থানা আমীর ডাঃ মাওঃ সেলিম রেজা,বেলকুচি উপজেলা আ’লীগের সহ সভাপতি গাজী লুৎফর রহমান মাখন,বেলকুচি উপজেলা নায়েবে আমীর,অধ্যাপক নুরুন্নবী সরকার ও বেলকুচি পৌরসভার আমীর মাওঃ গোলাম সারোয়ার প্রমূখ।
জানাযার নামাজ শেষে মরহুমকে শেননগর-
কামারপাড়া পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুম হাজী মান্নান কিডনী ও লান্সের জটিলতাসহ শ্বাসকষ্ট নিয়ে বেশ কিছুদিন হলো ঢাকা কল্যাণপুরস্থ ইবনে সিনা হাসপাতলে চিকিৎসাধীন ছিলেন।চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার,সকাল পনে ৯ টায় ইন্তেকাল করেন। (ইন্না-লিল্লাহি ওয়াহ্ ইন্না-ইলাহে রাজিউন)। মরহুম আব্দুল মান্নান মুকুন্দগাঁতী নিবাসী মৃত ছবদের আলী খলিফার বড় ছেলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি, স্ত্রী,৪ছেলে,৩মেয়ে ও নাতী-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার ইন্তেকালের খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।জানাযার নামাজে হাজার হাজার মানুষের উপস্থিতি ও অশ্রু স্বজল চোখে প্রিয় নেতাকে শেষ বিদায় জানানো হয়।
এদিকে,মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন;বাংলাদেশ জামায়াতে ইসলামী,কেন্দ্রীয় মজলিশে শু’রা সদস্য,সিরাজগঞ্জ জেলা আমীর অধ্যক্ষ মাওঃ শাহীনূর আলম,নায়েবে আমীর আলী আলম,সেক্রেটারি অধ্যাপক মাওঃ জাহিদুল ইসলাম,
বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল ও সেক্রেটারি অধ্যাপক মাওঃ মাজহারুল ইসলাম প্রমূখ।যৌথ শোকবার্তায়,জামায়াত নেতবৃন্দ;
শোক-সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ও মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। নেতৃবৃন্দ,
এলাকায় ইসলামী আন্দোলন ও সংগঠনের কাজ বিস্তারে তাঁর অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করে মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। নেতৃবৃন্দ,মরহুমের সকল নেক আমল,আন্দোলনের পথে তার সকল ত্যাগ ও কোরবানী কবুল করে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দো’য়া করেন।