আপনার জানার ও বিনোদনের ঠিকানা

হঠাৎ হাসপাতালে ছুটলেন এমপি, তারপর….

নিজস্ব প্রতিবেদক: ঘড়ির কাঁটা সকাল সাড়ে ৮টা। চট্টগ্রামের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ হাজির হন নবনির্বাচিত সংসদ সদস্য মুজিবুর রহমান। এ সময় হাসপাতালে চিকিৎসার জন্য রোগীদের আকুতি থাকলেও ছিল না ডাক্তার। এই পরিস্থিতি দেখে হতবাক হয়ে পড়েন এমপি। এ সময় সংসদ সদস্যকে কাছে পেয়ে অনেকে নানা অভিযোগ তুলে ধরেন।

মঙ্গলবার (১৬ জানুয়ারি’) সকালে বাঁশখালী-১৬ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান হাসপাতাল পরিদর্শনে গেলে এমন চিত্র সৃষ্টি হয়। এ সময় তিনি জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ছাড়া অন্য কাউকে দেখতে না পেয়ে সবাইকে সতর্ক করেন। অথচ এ সময় রোস্টার অনুযায়ী ১২ জন চিকিৎসক কর্মরত থাকার কথা। কিন্তু এমপি মুজিবুর রহমান যখন হাসপাতাল পৌঁছান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিউর রহমান মজুমদার নিজেও অনুপস্থিত ছিলেন। তবে এমপি আসার খবরে ৯টার দিকে একে একে দায়িত্বরত চিকিৎসকরা হাসপাতালে আসতে থাকেন।’

সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করার পর এটাই বাঁশখালীতে মুজিবুরের প্রথম ঝটিকা সফর। এরপর দুটি মাধ্যমিক ও দুটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য মুজিবুর রহমান।

এদিকে হাসপাতাল পরিদর্শনকালে অপরিষ্কার অব্যবস্থাপনা দেখে ক্ষুব্ধ ও হতবাক হন মুজিবুর রহমান। তিনি হাসপাতালের ওয়ার্ডে থাকা অপরিচ্ছন্ন টয়লেট, বেড ও বেডশিট পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশনা দেন। এ সময় অনেক রোগী হাসপাতালে চিকিৎসা সেবা নিতে উপস্থিত থাকলেও চিকিৎসক ও স্টাফ না থাকায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হতে দেখা যায়।

কয়েকজন রোগী মুজিবুর রহমানকে কাছে পেয়ে নিজেদের অভিযোগও তুলে ধরেন। তিনি রোগীদের কথা শোনেন এবং রোগীরা যাতে পর্যাপ্ত সেবা পায় সে ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন।’

পরে উপস্থিত চিকিৎসকদের উদ্দেশে সংসদ সদস্য মুজিবুর রহমান বলেন, ‘চিকিৎসকদের আমি সম্মান করি। রোগীদের আপনারা সেবা দিলে সেই সম্মান আরও বাড়বে। একটা রোগী খুশি হলে সৃষ্টিকর্তা খুশি হয়। এই হাসপাতালের চিকিৎসকদের মধ্যে যে দলাদলি আছে তার জন্য কোনো সাধারণ রোগী যাতে ক্ষতিগ্রস্ত না হয়। আমি কাজ করব। কিন্তু যা করব তা ভালোভাবেই করব।’

পরে দুটি মাধ্যমিক বিদ্যালয় ও দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন সংসদ সদস্য। সকাল ১০টার দিকে বাঁশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন তিনি। এছাড়া বাঁশখালী পৌরসভার বাহারউল্লাহ পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বসতঘর ও গ্যারেজ পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্তদের সহায়তার ঘোষণা দেন মুজিবুর রহমান।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বন্যায় মৃত্যুর সংখ্যা নিয়ে ছড়িয়ে পড়া খবরটি সত্য নয়

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যমে ফেনিতে বাচ্চাসহ ৪২৮ জনের মৃত্যু, নোয়াখালীতে ৩৮৫ জনের মৃত্যু, কুমিল্লাতে ১০৩ জনের মৃত্যু শিরোনামে যমুনা টেলিভিশনের একটি ফটোকার্ড ঘুরতে দেখা যায়।

ঘরে ঢুকেছে বিএনপি, নতুন কৌশলে জামায়াত

নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কার আন্দোলন যখন সহিংস রূপ নেয় তারপর থেকেই সরকার কঠোর অবস্থানে। কারফিউ জারি এবং সেনা মোতায়েনের মাধ্যমে সরকার পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।

সিরাজগঞ্জে ৫০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে মাদক বিরোধী অভিযান চালিয়ে সাড়ে ৫০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব-১২)র সদস্যরা। এ সময় মাদক ক্রয়

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ভারত ও চীন’

নিজস্ব প্রতিবেদক: শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলো চীনে। সোমবার (২৩ জানুয়ারি’) দিবাগত মধ্যরাতের এ ভূমিকম্পের তীব্রতা এত বেশি ছিল যে এতে দিল্লি-সহ উত্তর ভারতের একাংশ কেঁপে

গাজার রাফায় ইসরায়েলি বিমান হামলা, ১৩ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় মিশর সীমান্তবর্তী শহর রাফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ১৩ ফিলিস্তিনি নিহত হয় এবং আহত হয়েছেন আরও অনেকে।

সাবেক ডিবিপ্রধান হারুন কি যুক্তরাষ্ট্রে? 

ঠিকানা টিভি ডট প্রেস: ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় দুই মাস পার হলেও এখনো গ্রেপ্তার হননি বিক্ষোভ দমনে গুলি ছুঁড়তে