হকার-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র চট্টগ্রাম, গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক: ফুটপাতে অবৈধ স্থাপনারোধে মনিটরিং কার্যক্রম চলাকালে চট্টগ্রামে পুলিশের সঙ্গে হকারদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশসহ বেশ কয়েকজনের আহতের খবর পাওয়া গেছে। সংঘর্ষে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। প্রায় এক ঘণ্টার সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় নগরের নিউমার্কেট, জহুর হকার্স এবং আমতলাসহ এর আশপাশের এলাকা। পুলিশের শর্টগানের গুলিতে নাজিম উদ্দিন নামের এক হকার গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেছেন হকার নেতারা।

সোমাবার (১২ ফেব্রুয়ারি’) দুপুরে চট্টগ্রাম নগরের নিউমার্কেট ও এর আশপাশের এলাকায় এ ঘটনা ঘটে।

হকার ফেডারেশনের সভাপতি মিলন হোসেন মিলন কালবেলাকে বলেন, ‘আজকে ম্যাজিস্ট্রেট এসে আমাদের কয়েকজন হকারকে জরিমানা করেছেন। একজন হকার নেতাকে কারাদণ্ড দিয়েছেন। প্রতিবাদ জানাতে গেলে পুলিশ আমাদের ওপর গুলি চালায়। নাজিম উদ্দিন নামের এক হকারের গুলি লেগেছে। তাকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার চোখের এক পাশে গুলি লেগেছে।’

তবে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) অভিযান চলাকালে হঠাৎ চড়াও হয় হকাররা। এ সময় তারা চসিকের টিমের ওপর হামলা চালায়। ম্যাজিস্ট্রেটের নির্দেশে পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি করা হয়েছে। তবে এতে কেউ গুলিবিদ্ধ হয়নি।

চিকিৎসার অভাবে মারা যাওয়া বাবার তিন সন্তানের মেডিকেলে চান্স

ওসি ওবায়দুল হক বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগান থেকে গুলি ছুড়লেও কেউ গুলিবিদ্ধ হননি।

এদিকে কালবেলার হাতে আসা কয়েকটি ভিডিও ফুটেজে দেখা গেছে, হকারদের হামলার হাত থেকে বাঁচতে চট্টগ্রাম রেলস্টেশন সংলগ্ন পাবলিক টয়লেটে অবস্থান নেয় চসিক মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেমসহ আরও বেশ কয়েকজন কর্মকর্তা। এ সময় রিয়াউদ্দিন বাজারের পাশ থেকে তাদের দিকে পাথর ছোড়া হচ্ছিল। পাথরের আঘাত থেকে বাঁচতে একপর্যায়ে পাবলিক টয়লেটের গ্রিল টেনে দেওয়া হয়। পরে পুলিশের দুজন সদস্যকে গুলি ছুড়তে দেখা গেছে।’

এর আগে দুপুরে চট্টগ্রামের ফলমুণ্ডি থেকে আমতলা পর্যন্ত অবৈধ স্থাপনা রোধে মনিটরিংয়ে যায় চসিকের ভ্রাম্যমাণ আদালত। এ সময় হকারদের সঙ্গে চসিকের কর্মকর্তাদের বাকবিতণ্ডার ঘটনা ঘটে। একপর্যায়ে নিউমার্কেট মোড়ে জড়ো হয়ে চসিকের কর্মকর্তাদের ওপর চড়াও হয় হকাররা। সেখানে চসিকের চারটি গাড়ি ভাঙচুর করা হয়। পুলিশও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কাঁদানে গ্যাস ছোঁড়ে। প্রায় এক ঘণ্টা চলে ধাওয়া-পাল্টাধাওয়া। চসিক মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম কালবেলাকে জানান, ফুটপাত ও সড়কে পুনঃদখল ঠেকাতে অভিযানে গিয়েছিল চসিকের ভ্রাম্যমাণ আদালত। এ সময় হকারা আকস্মিক হামলা চালায়। এতে চসিকের ২টি ডাম্প ট্রাক, একটি পিকআপ এবং একটি এরিয়াল লিফট ভাঙচুর করা হয়। পুলিশের তিনজন সদস্য এবং চসিকের ৪ জন স্টাফ আহত হয়। ঘটনার ফুটেজ আমাদের কাছে আছে। ভিডিও ফুটে দেখে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত বৃহস্পতিবার নগরের ফলমুণ্ডি লেইন, পুরাতন রেলস্টেশন, রিয়াজউদ্দিন বাজার, নতুন রেলস্টেশন, নিউমার্কেট, তামাকুণ্ড লেইন, আমতলাসহ আশপাশের প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে প্রায় এক হাজার ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করে চসিক। সাম্প্রতিক সময়ের বড় এ অভিযানে অংশ নেয় চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক), চট্টগ্রাম জেলা প্রশাসনসহ বিভিন্ন সংস্থার সাতজন ম্যাজিস্ট্রেট।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভ্যানে কতজনের লাশ স্তূপ করেছিল পুলিশ, যাদের পরিচয় পাওয়া গেল

ঠিকানা টিভি ডট প্রেস: পুলিশের ভেস্ট ও মাথায় হেলমেট পরা এক ব্যক্তি আরেক জনের সহায়তায় ভ্যানে একজন যুবকের মরদেহ তুলছেন, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে

রায়গঞ্জে জনতার হাতে দুই গরুচোর আটক

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধ: সিরাজগঞ্জের রায়গঞ্জে জনতার হাতে দুই গরুচোর আটক হয়েছে। গরু চুরি করতে গিয়ে গণধোলাইয়ের শিকারও হয়েছে ওই দুই চোর। বৃহস্পবিার (৩ অক্টোবর) ভোর

২১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশে যোগ দেবেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার, ২১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশ করবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপার্সন

সিরাজগঞ্জ ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের অভিষেক অনুষ্ঠানের নামে চাঁদাদাবী

নজরুল ইসলাম: যারা জোগায় ক্ষুধার অন্ন, আমরা আছি তাদের জন্য এই স্লোগানকে ধারন করে বাংলাদেশ ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে জেলায় উপসহকারী কৃষি

কাজিপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত

আবদুল জলিল,কাজিপুর (সিরাজগঞ্জ) শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন”এই প্রতিপাদ্যে কাজিপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ উপলক্ষ্যে এক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৮ মে

সাভারে চাকরির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও অবরোধ

নিজস্ব প্রতিবেদক: সাভারে চাকরির দাবিতে বিক্ষোভ করে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকেরা। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সোমবার (২ সেপ্টেম্বর’)