স্বামী তালাক দেবেন, তাই কন্যাসন্তান রেখেই পালিয়ে গেলেন সেই মা’

ঠিকানা টিভি ডট প্রেস: দাম্পত্য জীবনে দুই কন্যা সন্তান রয়েছে। স্বামীসহ শ্বশুরবাড়ির সবার আশা পুত্র সন্তানের। তৃতীয়বার যদি কন্যাসন্তানের জন্ম হয় তাহলে তালাক দেবেন স্বামী। ছেলে সন্তানের আশায় থাকা পাপিয়া খাতুন এবারও কন্যাসন্তানের জন্ম দিলেন। তাই, তালাকের ভয়ে প্রসবের পরই নবজাতককে হাসপাতালের এক রোগীর স্বজনের কাছে রেখে পালিয়ে গেছেন জন্মদাত্রী মা ও তার স্বজনরা।

গত বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এ ঘটনা ঘটে। এরপর বিষয়টি জানাজানি হলে অনেকেই নবজাতককে দত্তক নিতে ছুটে আসেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে জরুরি বিভাগে পাপিয়া খাতুন নামে এক প্রসূতিকে আনা হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলার কেষ্টপুর গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী পাপিয়া খাতুনকে ভর্তি করেন সঙ্গে আসা স্বজনরা। সকাল পৌনে ৮টার দিকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকের কক্ষেই পাপিয়া খাতুন একটি কন্যাশিশুর জন্ম দেন। চিকিৎসক পাপিয়াকে ভর্তি করে গাইনি ওয়ার্ডে পাঠিয়ে দেন। সেখানে ভর্তিরত অবস্থায় বিলকিস বানু নামে এক নারীর কাছে কন্যা সন্তান রেখে হাসপাতাল থেকে চলে যান প্রসূতি ও সঙ্গে থাকা এক স্বজন।

খবর পেয়ে হাসপাতালে আসেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ ও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী। পরে নবজাতকটি সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মালেকা খাতুনের তত্ত্বাবধায়নে রাখা হয়। বিষয়টি জানাজানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই শিশুটিকে দত্তক নিতে চেয়েছেন।

আলমডাঙ্গা উপজেলার ছত্রপাড়া গ্রামের রেজাউল করিমের স্ত্রী বিলকিস বানু বলেন, গত ২দিন যাবত আমার মেয়ে শারমিন খাতুন গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন। এ দু-দিন মেয়ের সঙ্গেই আছি। হঠাৎ বৃহস্পতিবার সকালে গাইনি ওয়ার্ডে এক নারী কয়েকজনকে নিজের সদ্য জন্ম হওয়া কন্যাসন্তানটি দিতে চান। তারা সকলে ঠাট্টা করছে বলে ধারণা করেন। আমার মেয়ের জন্য সকালের নাশতা কিনতে যাচ্ছিলাম।’

এ সময় ওই নারী তার কন্যাসন্তানটি আমাকে দিয়ে বলেন, আমার দুইটা কন্যাসন্তান রয়েছে, স্বামীসহ শ্বশুরবাড়ি সবার ইচ্ছে পুত্র সন্তানের। এবার কন্যাসন্তান হলে স্বামী তালাক দেবেন বলে জানিয়েছে। শ্বশুর বাড়ি যাওয়া চিরতরে বন্ধ হয়ে যাবে। তাই এই সন্তান আপনার কাছে দিয়ে গেলাম। মেয়েকে ভালোমতো দেখাশোনা করবেন। এ কথা বলতে বলতেই কান্নায় ভেঙ্গে পড়েন ওই নারী।

তিনি আরও বলেন, ওই নারীর সঙ্গে আর একজন ছিল। তিনি কন্যাসন্তানের নানি বলে পরিচয় দিয়েছেন। আমি তাদের অনেক বুঝিয়েছি, তাও তারা সন্তান আমার কাছে রেখে দ্রুত চলে যান। আমি তাৎক্ষণিক নবজাতকটি নিয়ে গাইনি ওয়ার্ডের নার্সের কাছে গিয়ে বিস্তারিত ঘটনাটি জানায়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, জরুরি বিভাগের মধ্যেই ওই প্রসূতি স্বাভাবিক প্রক্রিয়ায় একটি কন্যাশিশু জন্ম দেন। এক রোগীর স্বজনের কাছে জানতে পেরেছি, ওই দম্পতির দুইটি কন্যা সন্তান রয়েছে। আবারও কন্যা সন্তান হলে স্বামী তালাক দেবে বলে জানিয়েছে। তাই, বাচ্চাকে ওই নারীর কাছে রেখে পালিয়ে গেছেন তারা। নবজাতকটি বর্তমানে সদর হাসপাতালে তত্ত্বাবধায়নে রয়েছে এবং সম্পূর্ণ সুস্থ আছে। ওই নারীর পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি’) শেখ সেকেন্দার আলী বলেন, হাসপাতালে ভর্তির সময় তারা যে নাম ও ঠিকানা দিয়েছেন তা যাচাই করা হয়েছে। তারা ভুল তথ্য দিয়েছেন। সিসিটিভি ক্যামেরার ফুটেজ ও ছবি দেখে ওই নারী ও তার স্বজনদের শনাক্তের চেষ্টা চলছে। তাদের পেলে নবজাতকটি হস্তান্তর করা হবে।

চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা-তুজ জোহরা বলেন, কন্যাশিশুটিকে হাসপাতালের তত্ত্বাবধানে রাখা হয়েছে। সেখানেই আপাতত তার পরিচর্যা হচ্ছে। মা ও পরিবারের সদস্যদের শনাক্ত করে শিশুটিকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এছাড়াও শিশুটির সর্বোত্তম কল্যাণের জন্য আইন এবং বিধি বিধান মেনে যতটুকু করা সম্ভব আমরা তা করবো’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে সিভিরিদেঙ্কোর নাম প্রস্তাব জেলেনস্কির

ইউক্রেনের প্রধানমন্ত্রী পদে প্রথম উপ-প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কোর নাম সুপারিশ করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার (১৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক: দেশের ছয় অঞ্চলের ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই

ইফতারে লেবুর শরবত খেলে কী হয়’

ঠিকানা টিভি ডট প্রেস: সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান মাস। বাইরে গরম, প্রাণ হাসফাঁস। গরমে প্রাণ জুড়াতে শরবতের জুড়ি নেই। গরমে লেবুর শরবত শরীরের

‘সাবেক ১২ মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু হচ্ছে’

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকার টানা চতুর্থবারের মতো ক্ষমতা গ্রহণ করছে। গত ১১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ চতুর্থবারের মতো সরকার গঠন করেছে’।

সাত বছর পর বিএনপির বর্ধিত সভা চলছে, বক্তব্য রাখবেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: সাত বছর পর বর্ধিত সভা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সর্বশেষ ২০১৮ সালের ৪ ফেব্রুয়ারি রাজধানীর লো মেরিডিয়ান হোটেলে বর্ধিত সভা করেছিল দলটি।

সাবেক এমপি চয়ন ইসলাম স্ত্রী সহ কারাগারে 

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ-৬(শাহজাদপুর) আসনের সাবেক এমপি ও শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি চয়ন ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী জোসনা খানমকে সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ডা.