স্বল্পপুঁজি এবং অল্প শ্রমে মটরশুঁটি চাষে ঝুঁকছেন মণিরামপুরের কৃষকরা

জেমস আব্দুর রহিম রানা: যশোরের মণিরামপুর উপজেলায় বিগত কয়েক বছর ধরে শীতকালীন সবজি মটরশুঁটি চাষ বেড়েছে। আগাম মটরশুঁটি চাষ করে অনেক কৃষক স্বাবলম্বী হয়ে উঠছেন। স্বল্পপুঁজি এবং অল্প শ্রমে লাভবান হওয়া যায় বলে মটরশুঁটি চাষে ঝুঁকছেন মণিরামপুরের কৃষকরা। এতে সংসারে এসেছে সচ্ছলতা। বীজ রোপণের ৬৫ দিনের মাথায় ও গাছে ফুল আসার ১৫ থেকে ২০ দিন পরই মটরশুঁটি জমি থেকে তোলা শুরু হয়। সার ও কীটনাশক ছাড়াই মটরশুঁটি চাষ করা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে মণিরামপুরে অন্তত ২০০ হেক্টর জমিতে মটরশুঁটির চাষ করা হয়েছে। গত মৌসুমে ১৫ হেক্টর জমিতে মটরশুঁটি চাষ হয়েছিল।

এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর মানুষেরা প্রতিদিন প্রতি কেজি ২০ টাকা করে ১০ থেকে ১৫ কেজি মটরশুঁটি তুলে দিনে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত আয় করছেন। এতে সংসারে আসছে বাড়তি আয়। জনপ্রিয় এ মটরশুঁটি স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে। এক বিঘা জমিতে তিন থেকে চারবার মটরশুঁটি তোলা যায়। জমি থেকে মটরশুঁটি সংগ্রহ করে সরাসরি বাজারে গিয়ে বিক্রি করেন কৃষক।

অধিদপ্তর জানায়, এক বিঘা জমিতে ৮ থেকে ১০ হাজার টাকা খরচ হয় মটরশুঁটি চাষে। প্রতি বিঘায় ২০ থেকে ২৫ মণ মটরশুঁটি পাওয়া যায়। সব খরচ বাদে এক বিঘা জমি থেকে কৃষক আয় করেন অন্তত ৩৫ হাজার থেকে ৪০ হাজার টাকা। মটরশুঁটি চাষ করে কৃষক যেমন আর্থিকভাবে লাভবান হচ্ছেন, অন্যদিকে দেশে মটরশুঁটির উৎপাদন বাড়ছে।

অন্যদিকে গ্রামের গৃহিণী ও স্কুল-কলেজের পড়ুয়া শিক্ষার্থীও মটরশুঁটি থেকে টাকা উপার্জন করছে। এতে সংসারে আসছে বাড়তি আয়।

উপজেলার এনায়েতপুর গ্রামের গৃহিণী ফাতিমা খাতুন বলেন, মটরশুঁটি তুলে যে টাকা পাই, তা দিয়ে ছেলে-মেয়েদের পড়াশোনার খরচটা হয়।

একই গ্রামের জোহরা বেগম বলেন, সংসারের কাজ শেষ করে বিকেলে মটরশুঁটি তুলতে যাই। এতে সংসারে বাড়তি টাকা আসে, তা দিয়ে সংসারের ছোটখাটো চাহিদা মেটাতে পারি।

উপজেলার খাটুরা গ্রামের কৃষক মেহেদী হাসান বলেন, একসময় জমিতে অন্য ফসল চাষ করতাম। খরচ বাদে তেমন লাভ থাকত না। এখন মটরশুঁটি চাষ করে বিঘাপ্রতি ১০ থেকে ১৫ হাজার টাকা আয় করা যায়। পাশাপাশি মটরশুঁটির গাছ গবাদি পশুর খাবার হিসেবেও ব্যবহার করা যায়।

এনায়েতপুর গ্রামের কৃষক আব্দুস সালাম বলেন, এ বছর পাঁচ বিঘা জমিতে মটরশুঁটি চাষ করেছি। ফলন ভালোই হয়েছে। এবার দামও ভালো, আশা করছি লাভবান হব।’

উপসহকারী কৃষি অফিসার রবিউল ইসলাম বলেন, মটরশুঁটি চাষে লাভ বেশি পাওয়ায় কৃষকরা এটি চাষে বেশি আগ্রহী হচ্ছেন। চলতি মৌসুমে খাটুরা-এনায়েতপুর মাঠে অন্তত ২০০ বিঘা জমিতে মটরের আবাদ হয়েছে।

মণিরামপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার অজয় কুমার বিশ্বাস বলেন, শুধু স্বাদেই অতুলনীয় নয়, মটরশুঁটির রয়েছে অগণিত ভেষজ গুণ, যা বহু জটিল রোগ নিরাময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার বলেন, অন্য ফসলের চেয়ে কম শ্রমে, কম খরচে মটরশুঁটি চাষ করা যায় বলে এতে লাভও বেশি হওয়ায় অত্র উপজেলায় দিন দিন মটরশুঁটি চাষে ব্যাপকতা লাভ করছে।’

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তাড়াশে জামায়াতের আমির-সাধারণ সম্পাদকসহ গ্রেফতার-৩

এইচ এম আব্দুল্লাহ আল মাহবুব তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা জামায়াতের আমীর খোন্দকার সাকলাইন (৫৫) ও সাধারণ সম্পাদক শাহজাহান আলী (৪৮) সহ তিনজন‌কে গ্রেপ্তার

রাতে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে কুপিয়ে হত্যা করা হয় জাহাজের ৭ জনকে

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে সারবহনকারী এমভি আল বাখেরা জাহাজে ৭ জন খুনের ঘটনায় রহস্য উদঘাটন হয়েছেন বলে জানিয়েছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আবারও বাসে ডাকাতি, নারীর শ্লীলতাহানি

টাঙ্গাইল প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বাস ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির পর বাসটি টাঙ্গাইল সদর উপজেলার বাইপাসের শিবপুরে ফেলে রেখে গেছে ডাকাত দল। এছাড়া লুটপাটের সময়

ওমরাহ পালনের আড়ালে ভিক্ষাবৃত্তি, ১০ জনকে ফেরত

অনলাইন ডেস্ক: সৌদি আরবে গিয়ে পাকিস্তানের নাগরিকের ভিক্ষাবৃত্তি খবর নতুন নয়। বিদেশে গিয়ে ভিক্ষাবৃত্তিতে জড়িত ব্যক্তিরা প্রকৃত ওমরাহ ও হজযাত্রীদের অভিজ্ঞতায় নেতিবাচক প্রভাব ফেলছেন বলে

ভূঞাপুরে মাহফিলের নামে টাকা উত্তোলন, ৮০ হাজার টাকার গরু দিয়ে প্রীতিভোজ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ভূঞাপুরে শিশু শিক্ষার্থী ও শিক্ষকদের দিয়ে রাস্তা-ঘাট এবং দোকানপাটে টাকা উত্তোলন করে ৮০ হাজার টাকায় গরু কিনে প্রীতিভোজের আয়োজন করেছে

চলন্ত ট্রেনে আগুন, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ত্রিশালে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আজ শনিবার (৮ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে