স্বর্ণালংকার লুটকরায় দুর্ধর্ষ ছয় আসামী গ্রেফতার করেন ফেনী মডেল থানা

হাসনাত তুহিন ফেনী প্রতিনিধিঃ ফেনী সদর উপজেলার ফাজিলপুর বাজারের জুয়েলার্সের লুট হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকা সহ ৬ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। রোববার (২১ জানুয়ারি) জেলার পুলিশ সুপার মো. জাকির হাসান প্রেস ব্রিফিং করে এসব তথ্য জানান।

গ্রেপ্তার হওয়া আামিরা হলেন, মোঃ আলাউদ্দিন (৩০), মো. ফরহাদ (৩৯), মো. বাদশা চৌধুরী (২৩), মো. সজিব সুমন প্রকাশ শুক্কুর (২৬), মো. মিজান (২৮), মো. শফিক প্রকাশ সোহেল (৩২)।পুলিশ সুপার জানান, সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় গ্রেপ্তার আসামি ফরহাদ ও বাদশাসহ অন্য দুই পলাতক আসামি ঘটনার আগের দিন ১০ জানুয়ারি ফাজিলপুর বাজারে এসে দীর্ঘক্ষণ অবস্থান করে ওই দোকান দুপুরে বন্ধ করাসহ দুপুরে পুনরায় খোলার সময় পর্যবেক্ষণ করে।

ওই দিন দুপুরের খাবার শেষে বিকাল ৩টার সময় দোকান খোলার পর ৪ জন আলাদিন জুয়েলার্সে প্রবেশ করে আসামি ফরহাদ দোকান মালিকের সাথে দরদাম করে ১২শ’ টাকা দিয়ে একটি নাক ফুল ক্রয় করে।ওই সময় অপর ৩ জন দোকানের কোন শোকেসে স্বর্ণালংকার আছে তা দেখে নেয় ও ভিতরে শাটার কেটে সহজে কোন পথে প্রবেশ করা যায় তা দেখে নেয়। আলাদিন জুয়েলার্সের পাশের গলি, সেলুনসহ সামনের পথ সবজির দোকান কিভাবে পাহারা দিতে হবে এবং চুরি করে কোন পথে সহজে বের হয়ে পালানো যাবে সেই পথ বাছাই করে নেয়।

পরিকল্পনা মোতাবেক পরের দিন ১১ জানুয়ারি আলাদিন জুয়েলার্স দুপুরে বন্ধ করে যাওয়ার পর তাদের পূর্ব পরিকল্পনা মোতাবেক টিমে লিভার বাদশার নেতৃত্বে যে যার মত অবস্থান নেয়।গ্রেপ্তার আসামি আলাউদ্দিন দোকানের শার্টারের তালা কাটে, অন্যান্য আসামি গলির পথে পাহারায় থাকে। গ্রেপ্তার শফিক ব্যাগ নিয়ে দোকানে প্রবেশ করে স্বর্ণালংকার চুরি করে ব্যাগে ভরে পালিয়ে যায়। এসময় চোরেরা দুই ভাগে বিভক্ত হয়ে ফাজিলপুর বাজার থেকে মহাসড়কে যায়। সেখান থেকে লোকাল বাসে ফেনী সদর ও সেখান থেকে লোকাল বাসে কুমিল্লায় চোরেরা পালিয়ে যায়।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন, থোয়াই অংপ্রু মারমা, ফেনী মডেল থানার ওসি মো. শহিদুল ইসলাম চৌধুরী প্রমূখ।

প্রসঙ্গত, গত ১১ জানুয়ারি দুপুরে ফেনীর ফাজিলপুরে দোকান মালিক আলাউদ্দিন বাড়িতে দুপুরের খাবার খেতে গেলে আলাদিন জুয়েলার্স এ হানা দেয় চোর চক্র। তাদের একজন তালা ভেঙ্গে দোকানে প্রবেশ করে অপর দুইজন বাইরে পাহারা দেয়।একপর্যায়ে তারা ৮২ লাখ টাকা ৫০ হাজার টাকা মূল্যের স্বর্ণ ও ক্যাশে থাকা নগদ ৩০ হাজার টাকা নিয়ে যায়। এ ঘটনায় রাতে তিনি বাদি হয়ে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিএনপির বিক্ষোভ

কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে হামলা ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায়সহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হওয়ার প্রতিবাদে বাদ জুমা নয়াপল্টনে বিএনপির

হিটস্ট্রোকে ৩ জনের মৃত্যু

ঠিকানা টিভি ডট প্রেস: হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা ও পাবনায় জেলায় তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (২০ এপ্রিল) তাদের মৃত্যু হয়। পাবনা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার

কলকাতায় বঙ্গনারী সম্মাননা পেলেন সংগীতশিল্পী মেহরীন

কলকাতার আইসিসিআরে অনুষ্ঠিত হলো বঙ্গনারী সম্মাননা। সেখান থেকে পুরস্কার পেলেন সংগীতশিল্পী মেহরীন। ভারতে মেহরীনের হাতে সম্মাননা তুলে দেন হিউমান রাইটসের চেয়ারম্যান বুম্বা চক্রবর্তী, অভিনেত্রী প্রিয়া

আসামে বন্যায় লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্ক: গত কয়েকদিনের প্রবল বর্ষণে আসামে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ১৪টি জেলার এক লাখের বেশি মানুষ বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগ মোকাবিলা দপ্তর

৫ মার্চ দেশজুড়ে চলছিল মিছিল-মিটিং-বিক্ষোভ’

ঠিকানা টিভি ডট প্রেস: ১৯৭১ সালের ৫ই মার্চ ঘটে বন্দুকযুদ্ধের ঘটনা । টঙ্গীতে শ্রমিক জনতার মিছিলে চালানো গুলিতে সেদিন চার জন নিহত এবং ১৪ জন

খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: খুলনায় নির্মাণাধীন ‘কর ভবন’ থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর’) সকালে নগরীর বয়রা মহিলা কলেজের বিপরীত পাশে নির্মাণাধীন কর ভবন