স্বচ্ছ তদন্তে বাংলাদেশ সরকারকে চাপ দিতে যুক্তরাজ্যের পার্লামেন্টে কথা বললেন রূপা ও আপসানা

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতা ও হতাহতের ঘটনায় স্বচ্ছ তদন্তের জন্য বাংলাদেশ সরকারের ওপর চাপ সৃষ্টি করতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন লেবার পার্টির দুই পার্লামেন্ট সদস্য বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হক ও আপসানা বেগম।

একই সঙ্গে দুই পার্লামেন্ট সদস্য গণগ্রেপ্তার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোরপূর্বক তুলে নিয়ে যাওয়াসহ মানবাধিকারের বিষয়ে পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে কথা বলেন। গতকাল মঙ্গলবার পার্লামেন্ট অধিবেশনে অংশ নিয়ে রূপা হক ও আপসানা বেগম বাংলাদেশ পরিস্থিত নিয়ে কথা বলেন।

রূপা হক পার্লামেন্টের স্পিকারের উদ্দেশ্যে বলেন, ‘আপনি ও আমি দুজনেই চীনের তিয়েন আনমেন স্কয়ারের ঘটনা মনে রাখার মতো বয়সী। বাংলাদেশে কোটা আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী বলপ্রয়োগকে আমাদের সরকার যথাযথভাবে নিন্দা করেছে। এই ঘটনায় স্বচ্ছ তদন্তের চাপ তৈরির জন্য আমি কি অনুরোধ করতে পারি?

রূপা হক বলেন, আন্তর্জাতিক উপাদান থাকা সত্ত্বেও যে দেশ বহির্বিশ্বের সঙ্গে সব যোগাযোগ বন্ধ করতে পারে এবং সব প্রতিষ্ঠানকে তাদের ‘স্টর্মট্রুপার’-এর মতো নিয়ন্ত্রণ করতে পারে, তখন কীভাবে আমরা তদন্তের ওপর আস্থা রাখতে পারি? পুলিশকে কেবল নিজের সীমার মধ্যে কাজ করার অনুমতি দেওয়া উচিত নয় কি?’

রূপা হকের প্রশ্নের জবাব দিতে গিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি ক্যাথেরিন ওয়েস্ট বলেন, ‘আমার বন্ধুর উদ্দেশে বলছি, এ বিষয়ে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর অবস্থান খুবই স্পষ্ট এবং বাংলাদেশে গত দুই সপ্তাহে যা ঘটেছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা বিচার বিভাগীয় পর্যালোচনার প্রকৃতিসহ বেশ কয়েকটি বিষয় উত্থাপন করেছি, যা বাংলাদেশ সরকার গ্রহণ করছে।’

আপসানা বেগম বলেন, ‘বাংলাদেশে কোটা আন্দোলনকারীদের উচ্চমৃত্যুর সংখ্যার পরে গণগ্রেপ্তার, জোরপূর্বক গুম, নির্যাতন, বেআইনি হত্যা ও ভিন্নমতের বিরুদ্ধে সরকারের দমন-পীড়ন আরও তীব্র হয়েছে বলে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদনে উঠে এসেছে। আমাদের মন্ত্রী কি আমার সঙ্গে একমত, বাংলাদেশিদের অবশ্যই প্রতিবাদ করার অধিকারসহ তাদের মৌলিক মানবাধিকার প্রয়োগের অধিকার থাকতে হবে? তিনি কি বাংলাদেশে এবং সারা বিশ্বে দমন–পীড়নের মুখোমুখি বাংলাদেশিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে আমার সঙ্গে যোগ দেবেন’?

জবাবে ক্যাথরিন ওয়েস্ট বলেন, আপসানা তাঁর নির্বাচনী এলাকা যুক্তরাজ্য ও আন্তর্জাতিক অংশীদারদের জন্য একজন চ্যাম্পিয়ন ব্যক্তিত্ব। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে একটি স্বাধীন নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে জবাবদিহি এবং ন্যায়বিচার নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত রাখা হবে।

আপসানা তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘বাংলাদেশের মানুষের প্রতিবাদ করার অধিকারসহ মৌলিক মানবাধিকার চর্চার ক্ষমতা অবশ্যই থাকতে হবে। বাংলাদেশের মানুষ যে দমন-পীড়নের মুখোমুখি, সেই সময় আমি তাঁদের পাশে আছি।’

সূুত্রঃ প্রথম আলো

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভারতে ধর্ষণের অভিযোগে আ.লীগের ৪ নেতা গ্রেপ্তার

ঠিকানা টিভি ডট প্রেস: ভারতে ধর্ষণের অভিযোগে সিলেটের চার আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৮ ডিসেম্বর) ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার নিউটাউন এলাকার একটি

পাবনার সাঁথিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ৭ জন আহত 

নিজস্ব প্রতিবেদক: মঙ্গলবার (১১ জুন) রাত ৮ টার দিকে পাবনা-সাঁথিয়া স্থানীয় মহাসড়কের ছোন্দহ রাঙামাটি নামক স্থানে ডা. মাহফুজের বাড়ির সামনে নসিমন উল্টে রইজ (৪০) নামে

শাহজাদপুরে বিএনপি নেতা মুহিত ও সরোয়ারের পদ স্থগিত 

সিরাজগঞ্জ প্রতিনিধি: দুই গ্রুপের হামলা সংঘর্ষের ঘটনায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা বিএনপি নেতা ডা. এমএ মুহিত ও গোলাম সরোয়ারে সকল পদ স্থগিত করা হয়েছে। সোমবার (১০

প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যুদ্ধজাহাজের ওপর হামলা চালাতে পারে ইরান

ডেস্ক রিপোর্ট: ইরানের পারমাণবিক স্থাপনার ওপর যুক্তরাষ্ট্রের হামলার বিষয়ে দুই সপ্তাহ সময় নেওয়ার কথা বলেছিলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তার আগেই ইরানে হামলা চালিয়ে

‘সিডনিতে শপিংমলে হামলায় নিহত’ ৫

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার সিডনিতে একটি শপিংমলে গুলি এবং ছুরিকাঘাতে অন্তত পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তাদের হাসপাতালে

কুষ্টিয়া দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ: নিহত ২

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার দৌলতপুরের আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়া গ্রামে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে এখন পর্যন্ত দুই জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এই ঘটনায় আরও একজনের অবস্থা